রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের শুক্তাগড় গ্রামের ভিক্ষুক ও অবহেলিত দরিদ্র কয়েকটি পরিবারের খোজখবর ও তাদের পুর্ণবাসনে সহায়তার জন্য শনিবার রাতে ছুটে যান ঝালকাঠির জনবান্ধন জেলা প্রশাসক মো. হামিদুল হক। এ সময় ওই গ্রামের জালাল ফকির, মাহমুদা বেগম, মুনসুর আলী ও আব্দুল আজিজ এ ৪ টি পরিবারের ঘর সংস্কার ও নির্মানের জন্য টিন, টাকা, হাস মুরগি পালন ও সার্বিক সহায়তার ঘোষণা দেন। রাজাপুরের ইউএনও আফরোজা বেগম পারুল, রাজাপুর সাংবাদিক ক্লাব সভাপতি রহিম রেজা, সাংবাদিক এনামুল হক, পিআইও নাসরিন সুলতানা, শুক্তাগড় ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধা, ইউপি সদস্য নুরে আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।