1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় চারজন কার্টুনিস্ট আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত পিআরকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব সৃষ্টিকারী বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না

আইন শৃঙ্খলার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছেন ওসি সাইফুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

কামরুল ইসলাম:লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম লোহাগাড়া থানাকে সন্ত্রাস, মাদক, জঙ্গী, ইভটিজিং মুক্ত করতে নিজেই মাঠে নেমেছেন। বিভিন্ন সময় বিভিন্ন দিনে সিভিলে বিভিন্ন ইউনিয়ন ঘুরে বেড়াতে দেখা যায় । এছাড়াও স্কুল-কলেজ চলা অবস্থায় বিভিন্ন ইউনিয়নে পুলিশের মহড়া দিতেও দেখা যায়, এই মহড়ার কারণ হিসেবে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা জানায়, এক সময় লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে স্কুল কলেজে পড়–য়া ছাত্রীদের বিরক্ত করত কতগুলো বকাটে ছেলেরা আর ছাত্রীদের স্কুল-কলেজে পাঠিয়ে অভিভাবকরা দুঃশ্চিন্তায় ভুগতেন। কারণ একমাত্র এই বকাটে যুবকদের হাতে যেন লাঞ্চিত না হয় তার আদরের মেয়েটি। তাই এই স্কুল-কলেজের ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই পুলিশ মহড়ার দায়িত্ব নিয়েছেন ওসি সাইফুল। এছাড়াও লোহাগাড়ার বিভিন্ন স্কুল-কলেজে পড়–য়া গরীব ও মেধাবী ছাত্রীদের যেন অর্থের অভাবে লেখা-পড়া বন্ধ না হয় সেদিকেও নজর দিচ্ছেন ওসি সাইফুল। এই বিষয়ে কিছু দিন পূর্বে লোহাগাড়া থানার আধুনগর ইউনিয়নের গোলজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের লেখা পড়ার দায়িত্ব নিলেন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। আধুনগর গোলজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ব্যবসায় শিক্ষার শাখার ছাত্রী আধুনগর সিকদারপাড়ার মোহাম্মদ বশিরের কন্যা মিম আক্তার, মানবিক বিভাগের ছাত্রী চৌধুরী পাড়ার আবুল হাসেমের কন্যা সানজিদা মাহবুবা নুসরাত, ১০ম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রী বড়হাতিয়া কুল পাগলি এলাকার মৃত শামসুল আলমের কন্যা শামিমা আক্তার, আধুনগর হাজী পাড়া এলাকার আলতাফ মিয়ার কন্যা নিশাত ফাতেমা নিশুর মত আরো অনেক ছাত্রীদের লেখা-পড়ার খরচ বহন করে যাচ্ছেন ওসি সাইফুল ইসলাম। এছাড়াও লোহাগাড়ায় চলছে পুলিশের অভিযান। এই অভিযানে ৯ই সেপ্টেম্বর লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশনায় এস.আই গোলাম কিবরিয়ার নেতৃত্বে ৬৫০ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা সাইদ উদ্দীন (২১), পিতা- দেলোয়ার হোসেন, সাং- বড়ইতলী, জেলা- কক্সবাজার। ১৩ই সেপ্টেম্বর আবারও এস.আই গোলাম কিবরিয়া ও এ.এস.আই বিল্লালের নেতৃত্বে চলমান অভিযানে ২ দিনে ৩১২০ পিস ইয়াবা সহ মাদক বিক্রেতা (১) সোহেল সর্দার (৩২), পিতা- মোঃ সোহরাব সর্দার, সাং- সিদল কুড়ি, নয়াবাড়ি, থানা- ডামরোডা, জেলাÑ শরিয়তপুর; (২) মুহাম্মদ ইসমাইল, পিতা- কালা মিয়া, সাং- হোয়াইকং, নয়াবাজার, পূর্ব সাত গড়িয়া পাড়া, থানা- টেকনাপ, জেলা- কক্সবাজার। (৩) পরোয়ানাভুক্ত আসামী নিজামুদ্দীন (২৮) পিতা- শাহান মিয়া, সাং- সাতগড় নয়াপাড়া, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করে।
এই বিষয়ে ওসি সাইফুল বলেন, লোহাগাড়াকে সুন্দর মডেল নগরী গড়তে যারা কাজ করবে আমি তাদের পাশেই আছি এবং যদি কোন ছাত্রী-ছাত্রী অর্থের অভাবে লেখা-পড়া করতে না পারে তাহলে আমাকে জানাবেন। কিন্তু আমার অনুরোধ বাল্য কালে কোন শিক্ষার্থীকে যেন, লেখাপড়া বন্ধ অথবা বিয়ে না হয়। আমি চাইনা অর্থের অভাবে কোন মেধাবী ছাত্র-ছাত্রী অকালে ঝরে পড়–ক। আরেক দিকে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক, ইভটিজিং যারা করে তারা আমার পরম শত্রæ। আমি তাদেরকে কোন দিনও ক্ষমা করব না। এদের সম্পর্কে আমাকে যারা অবহিত করে আমি তাদেরকে বন্ধু মনে করি এবং তাদের নাম গোপন করি। আপনাদের সমাজে বা এলাকায় যারা জঙ্গি, সন্ত্রাস, নৈরাজ্য, ইভটিজিং করে তাদের সম্পর্কে আমাকে অবহিত করুন। আমি অবশ্যই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews