1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ জুন ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
দাম নিয়ে আড়তদারদের আশ্বস্ত করলেন ট্যানারি মালিকরা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভারতে লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে ভারতের বিধ্বস্ত বিমানে বিদেশি আরোহী ছিলেন ৬১ জন ভারতের বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির! রাস্তায় লোক জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে গণগ্রেফতার ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ যুক্তরাজ্য সফরের শুরুতেই কর্মব্যস্ত দিনে পার করলেন প্রধান উপদেষ্টা

অতিমানব রাসেল: হ্যাটট্রিকের পর ৪৯ বলে ১২১

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১১ আগস্ট, ২০১৮
সিপিএলে কাল আন্দ্রে রাসেলের অতিমানবীয় পারফরম্যান্সে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে জ্যামাইকা তালাওয়াশ। এ ম্যাচে সিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির সঙ্গে হ্যাটট্রিকও করেন এই ক্যারিবীয় অলরাউন্ডার

একটি ম্যাচের ফল ছাপিয়ে কখন নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে আলোচনা হয়? খুব স্বাভাবিকভাবেই অতিমানবীয় কোনো পারফরম্যান্স করলে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কাল ঠিক এ কাজই করেছেন আন্দ্রে রাসেল। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে জ্যামাইকা তালাওয়াশ। কিন্তু এ ম্যাচের ফল ছাপিয়ে সবার মুখে রাসেল-স্তুতি।

রাসেলের জাতীয় দল সতীর্থ কার্লোস ব্রাফেটের টুইট, ‘আমার দেখা সেরা টি-টোয়েন্টি ইনিংস না হলেও অন্যতম সেরা তো বটেই। আন্দ্রে রাসেল বিশেষ কিছু। তোমাকে টুপি–খোলা অভিনন্দন।’ রাসেলের আরেক সতীর্থ ক্রিস গেইলও বসে থাকেননি। তাঁর টুইট, ‘কী অসাধারণ ইনিংস। অসাধারণ।’ ক্রিকেট সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’ তো টুইটারে রাসেল-স্তুতি সেরেছে এক শব্দে, ‘অতিমানব।’

সত্যিই অতিমানবীয় ক্রিকেটই খেলেছেন এই ক্যারিবিয়ান। যার বর্ণনা করা যায় এভাবে, ব্যাটে-বলে রাসেল এ ম্যাচে ছাপিয়ে গেছেন সতীর্থ-প্রতিপক্ষ মিলিয়ে সবাইকে। আর ক্রিকেটীয় ভাষায় কাল রাসেলের পারফরম্যান্সকে অনূদিত করা যায় এভাবে—জ্যামাইকা তালাওয়াশ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গড়েছেন সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এখানেই শেষ নয়। আরও আছে!

ত্রিনবাগোর ইনিংসে বল হাতে হ্যাটট্রিক করেছেন রাসেল। ইনিংসের শেষ ওভারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে তুলে নিয়েছেন ম্যাককালাম (৫৬), ব্রাভো ও রামদিনকে। গত মৌসুমে রশিদ খানের পর সিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। তার আগে আবার দুর্দান্ত একটি ক্যাচও (ক্রিস লিনের ক্যাচ) ধরেছেন রাসেল। তবে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই রাসেলের মতো সেঞ্চুরি ও হ্যাটট্রিক করার নজির আছের কি না, তা গবেষণার বিষয়।

জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪১ রানেই ৫ উইকেট হারিয়েছিল জ্যামাইকা। এখান থেকে জয়ের স্বপ্ন দেখেননি হয়তো দলটির পাঁড় ভক্তটিও। কিন্তু কাল রাসেলের গায়ে কী ভর করেছিলে কে জানে! এ পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে ফিফটি ছুঁয়েছেন মাত্র ২২ বলে। এই মৌসুমের দ্রুততম ফিফটি। তারপর সেঞ্চুরি তুলে নিতে খেলেছেন মাত্র ১৮ বল! সব মিলিয়ে ৪০ বলে করা তাঁর সেঞ্চুরিটি সিপিএলের ইতিহাসে দ্রুততম। শেষ পর্যন্ত ১৩ ছক্কা ও ৬টি চারে ৪৯ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে রাসেল মাঠ ছেড়েছেন জয় নিয়ে।

টি-টোয়েন্টির ইতিহাসে এর আগে শুধু একজন ক্রিকেটারই এক ম্যাচে হ্যাটট্রিকের সঙ্গে সেঞ্চুরি তুলে নিতে পেরেছিলেন। তিনি ইংল্যান্ডের জো ডেনলি। ভিটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে গত জুলাইয়ে রেকর্ডটি গড়েছেন তিনি। কাল একই কীর্তি গড়ে ডেনলির রেকর্ডে ভাগ বসালেন রাসেল। তবে এসবের কিছুই হতো না যদি রাসেল ব্যাটিংয়ে নামার প্রথম বলেই আলি খানের হাতে ‘জীবন’ না পেতেন। সত্যিই রেকর্ড গড়তে ভাগ্যের সহায়তাও লাগে!

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews