1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

আড়াইহাজারে স্ত্রী কর্তৃক স্বামী অপহরনের ঘটনার মূলহোতা পরকিয়া প্রেমিক নাসির গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

মাসুদ মোল্লা : আড়াইহাজারে স্ত্রী কর্তৃক স্বামী অপহরণের ঘটনার মূলহোতা পরকীয়া প্রেমিক নাসিরকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।স্ত্রী খাদিজা বেগম ও তার পরকীয়া প্রেমিক নাসির মিলে স্বামী শাহীন আহমেদ নামে এক ব্যক্তিকে অপহণের পর অমানুষিক নির্যাতন করে ২ লাখ টাকা হাতিয়ে নিয়ে মুক্তি দেয়। পরে এ ঘটনায় গত ২ জুলাই আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী শাহীন আহমেদ। অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর বাজার থেকে অপহরণের ঘটনার মূলহোতা পরকীয়া প্রেমিক নাসিরকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য,আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শাহীন আহাম্মেদের সাথে দেড় বছর পূর্বে হাজির টেক গ্রামের সিরাজুলের মেয়ে খাদিজা (২৫) এর সাথে বিবাহ হয়। বিবাহর পর থেকেই স্ত্রী খাদিজা স্বামীর সাথে খারাপ আচরণ শুরু করে। স্ত্রীকে অনেক বুঝিয়েও স্বামী ব্যর্থ হন। স্ত্রীর খারাপ আচরণের কারণ খুঁজতে গিয়ে দেখা যায় রাধানগর গ্রামের অনু মিয়ার ছেলে নাসির (৪০) এর সাথে খাদিজার পরকিয়া প্রেম সম্পর্কে জরিয়ে পরে। এরই কারণে সে তার স্বামীর সাথে খারাপ আচরণ করে আসছে। গত ২৯’জুন বেলা ১২’টার দিকে স্ত্রী খাদিজা মার্কেট করার কথা বলে স্বামীকে নিয়ে কালাপাহাড়িয়া থেকে আড়াইহাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা খাগকান্দা হতে রিকশা যোগে উচিৎপুরা ব্রিজের কাছে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা পরকিয়া প্রেমিক নাসির এবং তার সহযোগীরা স্বামী শাহীনকে চোখ বেঁধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে শাহীনকে মারধর করে তার ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে ২’লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। অপহরণকারীদের কথামত শাহীন আহমেদের বাবা শাহাবুদ্দিন ২’লাখ টাকা দিলে ৩০’জুন শাহীনকে চোখ বেঁধে উচিৎপুরা হাজী বেলায়েত কলেজ রোডে নির্জন স্থানে ফেলে যায়। শাহিন আহাম্মেদ জানান, স্ত্রী খাদিজা এবং তার পরকিয়া প্রেমিক নাসিরসহ আরো কয়েকজন তাকে রশি দিয়ে বেধে অমানুষিক নির্যাতন করেছে। আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম গ্রেফতারের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, কালাপাহাড়িয়া থেকে নাছির নামে একজনকে আটক করা হয়েছে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসা বাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews