রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী শেখ তৌহিদুল ইসলাম ওরফে নুর নবীর খুনের মামলায় গ্রেপ্তারকৃত রাসেল শেখ ওরফে নয়ন (১৯) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ আসামির জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এর আগে গত ২২ মে দিবাগত রাতে খুলনার সোনাডাঙ্গা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হয় আসামি রাসেল। এরপর সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজী হওয়ায় বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই মো. আসাদুজ্জামান
র্যাবের দাবী, গত বছরের জুলাই মাসে বাগেরহাটের একটি নৌকাবাইচ অনুষ্ঠান দেখতে গিয়ে নিহত তৌহিদুলের গায়ে রাসেলের সাইকেল লাগায় দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে নৌকাবাইচ থেকে ফেরার পথে রাসেলকে মারধর করেন তৌহিদুল। চলতি বছরের ১ মে থেকে সেনানিবাসের ইবিএল বুথে নিরাপত্তা কর্মীর কাজ করে আসছিল তৌহিদুল। অন্যদিকে রাসেল আইকন ফর সিকিউরিটি সার্ভিসে রিক্রুটিং এজেন্ট হিসেবে কাজ করতেন। ঘটনার দিন গত ২০ মে রাতে তৌহিদুল ওই বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাসেল ঢাকার বিভিন্ন এলাকায় লোক নিয়োগের পোস্টারিং করছিলেন। তারপর রাতে ইবিএলের ওই বুথে গিয়ে তৌহিদুলকে দেখে রাসেল ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে হাতাহাতির একপর্যায়ে রাসেল ছুরি দিয়ে তৌহিদুলের গলা কেটে হত্যা করে। এরপর এটিএম বুথের লাইট বন্ধ করে ছুরিটি পাশের ড্রেনে ফেলে দিয়ে খুলনা পালিয়ে যায়।
প্রসঙ্গত, গত ২১ মে সকালে ক্যান্টনমেন্টের পোস্ট অফিসের পাশের ইবিএল বুথে শেখ তৌহিদুল ইসলাম নুর নবীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতেই নিহত নুর নবীর বাবা শেখ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।