
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বিভিন্ন দেশ অভিনন্দন জানালেও সতর্ক করেছে ইসরায়েল। তাকে অতি কট্টর আখ্যা দিয়ে বিশ্ব সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে তেল আবিব।
একই সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায় ইসরায়েল। ইরানের নতুন প্রেসিডেন্টকে প্রতিদ্বন্দ্বী দেশ সংযুক্ত আরব আমিরাত স্বাগত জানালেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।
আনুষ্ঠানিক ফল ঘোষণার পর বিজয় উল্লাসে মাতেন ইব্রাহিম রাইসির সমর্থকরা। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় বিজয় র্যালির।
এতে অংশ নেন শত শত রাইসি সমর্থক। জাতীয় পতাকা হাতে রাইসির পক্ষে স্লোগান দেন তারা।
সমর্থকরা বলেন, প্রেসিডেন্ট রাইসিকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই জয় সাধারণ মানুষের। যারা ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন তাদের জয় হয়েছে। এ জয় ইরানের প্রতিটি মানুষের। কোনো দল বা গোষ্ঠীর জয় নয়। আশা করি, ইব্রাহিম রাইসি ইরানের জনগণের সেবায় কাজ করবেন। তার জন্য শুভকামনা রইল।
ইরানের নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে পাকিস্তান, তুর্কসহ বিভিন্ন দেশ। ইরানের নতুন সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক আরও জোরদার করবে বলে এক বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মনে করেন, আঞ্চলিক সংঘাত ও সহিংসতা বন্ধের পাশাপাশি বিভিন্ন সমস্যা মোকাবিলায় কাজ করবে ইরানের নতুন প্রেসিডেন্ট। প্রতিদ্বন্দ্বী দেশ সংযুক্ত আরব আমিরাত ইরানের নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানালেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।
অন্যদিকে ইসরায়েল বলছে, মধ্যপ্রাচ্য সংকট আরো জটিল করে তুলবে ইরানের নতুন সরকার। ইব্রাহিম রাইসিকে অতি কট্টর আখ্যা দিয়ে তেল আবিব বলছে, ইরানের এ যাবৎকালের সবচেয়ে উগ্র কট্টর সরকার পেল ইরান।
তেহরানের পরমাণু কর্মসূচি মোকাবিলা ও দেশটির যে কোনো হুমকি প্রতিহত করতে বিশ্বকে এক জোট হওয়ার আহ্বান জানায় ইসরায়েল। তবে নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।