আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকাডুবে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন যাত্রী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
শুক্রবার ৬০ জনেরও বেশি যাত্রী নিয়ে মনকোটো শহর থেকে মাবানডাকার উদ্দেশ্যে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।
দেশটির উত্তরের টিশুয়াপা প্রদেশের উপ-গভর্নর ৫০ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করলেও ঘটনার কারণ জানাতে পারেননি।
ধারণা করা হচ্ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস থেকে বাঁচতে মনকোটো শহর থেকে মাবাডাকায় যাচ্ছিলেন যাত্রীরা। মনকোটোতে ইবোলার কারণে অনেকের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে ইবোলার আক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন শহরে পাড়ি দিচ্ছেন ওই এলাকার মানুষ। সম্প্রতি দেশটিতে নৌকাডুবির ঘটনায় ৪০ জন নিহত হয়।
মনকোটো অঞ্চলে ইবোলার আক্রমণ ঠেকাতে বিভিন্ন সংস্থা নানা ধরনের পদক্ষেপ নিলও কার্যত তেমন কোনও ফল পাওয়া যাচ্ছে না।