কুমিল্লার সদর দক্ষিণে এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার একটি খালের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে মনির হোসেন (৪৫) আর ফেরেনি। রাতে চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মনির হোসেন মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করতে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত রির্পোট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মৃত মনির হোসেনের বাড়ি কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২৭ নং ওয়ার্ডের সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামে।