নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তথা বিশ্বের দর্শকের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ১৬ বছরে পদার্পনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ায় পালিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রতিনিধি মরহুম ফারুক আহমেদ পিনুর সহধর্মিনী শ্যামলী খন্দকার-এর সভাপতিত্বে ৩জুলাই’১৮ মঙ্গলবার সকালে কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পালকি রেস্টুরেন্ট-এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ -এর জেলা প্রতিনিধি জামিল হাসান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক কুষ্টিয়া ৩আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব উল আলম হানিফ এমপির অনুচ শহর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক কাদেরী শাকিল, মিরপুর উপজেলা জাসদ-এর সাধারণ সম্পাদক আহম্মেদ আলী, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপেসি)’র সাধারন সম্পাদক ও জিটিভি কুষ্টিয়া জেরা প্রতিনিধি সোহেল রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দিনের খবর সম্পাদক ও কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপেসি)’র কোষাধ্যক্ষ ফেরদৌস রিয়াজ জিল্লু, এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কিডস্ টিভি জেলা প্রতিনিধি ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক সাংবাদিক তৌফিক তপন, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক বিএইচআরপিএস কুষ্টিয়ার সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস, দৈনিক কুষ্টিয়ার বার্তা সম্পাদক মাহাতাব উদ্দিন লালন, প্রথম আলো কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদুজ্জামান শিপলু, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস, সাপ্তাহিক প্রভাষণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ. সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন, মাই টিভি জেলা প্রতিনিধি ও দৈনিক হাওয়া সম্পাদক আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া কাগজ সম্পাদক নুর আলম দুলাল ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কুষ্টিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাদল, ফটো সাংবাদিক জুয়েল, সাংবাদিক ইমরান হাসান পাপ্পু, টিভি ক্যামেরা এসোসিয়েশন কুষ্টিয়ার সভাপতি নিয়ামুল হক, সাধারণ সম্পাদক সারফু, হাবিব,সুমন, বাবলু প্রমুখ সাংবাদিকবৃন্দ। বক্তরা বলেন, এনটিভি সমাজের সকল পর্যায়ের সংবাদ পুর্বে যেমনভাবে করেছে আগামীর পথ চলায় আরও সমৃদ্ধি লাভ করুক, মরহুম পিনু যেভাবে সাংবাদিকদের সাথে যোগাযোগ রেখে চলেছিল শ্যামলী খন্দকার তেমনি ভাবে চলবে আমাদের সকলের প্রত্যাশা। এনটিভি পরিবার ১৬বছর পদার্পনে করায় সকলকে ধন্যবাদ।