স্টাফ রিপোর্টার : গতকাল বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানী গাবতলীর দারুস সালাম থানাধীন বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দেরকে আটক করা হয়েছে। সূত্রে জানা যায়, দারুস্সালাম থানা এসি ও ওসি’র নেতৃত্বে হোটেল মধুমতি থেকে ৭জন, হোটেল বলাকা থেকে ৮জন ও হোটেল চৌধুরী থেকে ২২জনসহ মোট ৩৭জনকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে পতিতা ১৮জন এবং ১৯জন খদ্দেরকে আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদিকে হোটেল চৌধুরীর ম্যানেজার আমাদের প্রতিনিধিকে জানান, পুলিশের কাজ পুলিশ করেছে। আমাদের কাজ আমরা করবো। মাঝে মাঝে এ রকম অভিযান হয়, আমাদের লোকদেরকে পরের দিন কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে আসি। আমাদের বাণিজ্য দীর্ঘদিন ধরে চলছে, আগামীতেও চলবে। অন্যদিকে আবাসিক হোটেলগুলোতে পতিতাবৃত্তি বন্ধ করার জন্য জোর দাবী সচেতনমহলের।