থাইল্যান্ডের গুহায় আটকে পড়া বাকি আট ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে ফের অভিযান শুরু করেছেন ডুবুরিরা। এর আগে রোববার ওই গুহা থেকে চারজনকে বের করে আনা হয়। পরে সন্ধ্যা নামায় সোমবার সকাল নাগাদ উদ্ধারকাজ স্থগিত করে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা নারোংসাক শনিবার জানিয়েছিলেন, এখন গুহার ভেতরের অবস্থা উদ্ধারকাজ চালানোর পক্ষে আদর্শ। রোববার স্থানীয় সময় সকাল ৭টায় ১৩ জন বিদেশি ও পাঁচজন থাই ডুবুরির দল চিয়াং রাই রাজ্যের থাম লুয়াং গুহায় উদ্ধার অভিযান শুরু করে।
চিয়াং রাই রাজ্যের গভর্নর নারোংসাক রোববার রাতে গুহার কাছে এক সংবাদ সম্মেলনে জানান, শারীরিক অবস্থা সবচেয়ে ভালো, এমন ছেলেগুলোকে আগে বাইরে আনা হচ্ছে। প্রথম দুজনকে বাইরে আনা হয়েছে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩০ ও ৫টা ৪০ মিনিটে। এর প্রায় দুই ঘণ্টা পর আরও দুজনকে গুহার বাইরে আনতে সক্ষম হন ডুবুরিরা।
নারোংসাক জানান, প্রত্যাশার চেয়ে ভালোভাবে এগোচ্ছে উদ্ধার অভিযান। ওই চার বালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিশদ জানা যায়নি।
গত ২৩ জুন ১২ জন ক্ষুদে ফুটবলারদের নিয়ে তাদের কোচ এক্কাপল চান্তাওয়াং গুহা দেখতে যান। কিন্তু গুহার ভেতরে ঢুকলে হঠাৎ বৃষ্টি এলে তারা গুহার মুখ থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চলে যান এবং সেখানেই আটকা পড়ে আছেন। ইতোমধ্যে তাদের অক্সিজেন দিতে গিয়ে এক ডুবুরির মৃত্যু হয়েছে।
এর আগে শনিবার আটকে পড়া কিশোররা তাদের মা-বাবার কাছে চিঠি লিখে জানায়, তারা ভালো আছে, তাদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।