জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামে বজ্রপাতে রুমকি পাহান নামে এক আধিবাসী নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হন।
মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত রুমকি জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের সুজন পাহানের স্ত্রী। আহতরা হলেন- বড়তাজপুর গ্রামের দীলিপের স্ত্রী সুমারি, একই গ্রামে সুশীল সর্ব স্ত্রী সুমিতা।
সদর থানার ওসি সেলিম হোসেন জানান, বিকালে বৃষ্টিপাতের সময় রুমকি ও তার দুই প্রতিবেশী মাঠে ধান কাটছিলেন। এমন সময় বর্জপাতে ঘটনাস্থলেই রুমকির মৃত্যু হয়। এ ঘটনায় রুমকির সাথে থাকা সুমারি ও সুমিতা নামে আরো দুই জন প্রতিবেশী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।