৫২ বছরের এক মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গুগলে কর্মরত ২২ বছর বয়সী এক ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন।
গ্রেফতার হওয়া ইঞ্জিনিয়ারের নাম অনমোল সিং খারবান্দা। তিনি ভারতের রাজধানী দিল্লির এক পাঁচতারকা হোটেলের বাইরে ওই নারীকে শ্লীলতাহানি করেন।
জানা গেছে, গত ৬ জানুয়ারি মার্কিন নারী দিল্লির পাঁচতারকা হোটেল তাজ প্যালেসে চেক ইন করার সময় বন্ধুত্ব হয় ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে। এর পর ১০ জানুয়ারি রাত ১০টার দিকে তাজের রেস্তোরাঁয় বসেই দুজনে মদ্যপান করেন। ওই নারীর অভিযোগ, অভিযুক্ত ইঞ্জিনিয়ার বেশি মাত্রায় মদ্যপান করে ফেলে এবং তাকে স্পর্শ করার চেষ্টা করে।
অনমোল নামের ওই ইঞ্জিনিয়ার গুগলের চুক্তিভিত্তিককর্মী বলে জানা গেছে। তিনি ও ওই মার্কিন নারী বেশ কয়েক দিন একসঙ্গে তাজ হোটেলে থেকেছেন বলে জানিয়েছে পুলিশ।