রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে বেলা ১২টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার এ তথ্য জানান। এর আগে সকাল ৮টা থেকে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সারাদিন এরকম পরিবেশেই ভোটাররা ভোট দিতে পারবেন বলে আশা করছেন নির্বাচন সুভাষ চন্দ্র সরকার।
দিকে সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে এবারই প্রথমাবারের মতো ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করে ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে ৩টিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ সিটি কর্পোরেশনে বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রসিক নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শীর্ষ তিন দলের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা এবং বিএনপির কাওসার জামান বাবলা আলোচনার শীর্ষে রয়েছেন।