
ফরিদপুর-গোপালগঞ্জ সড়কের নগরকান্দা উপজেলার ঈশ্বরদী এলাকায় বিকল্প সড়ক নির্মাণ না করেই এলজিইডি’র পুরাতন একটি সেতু (আফসারের ব্রিজ) অপসারণ করায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফরিদপুর থেকে নগরকান্দা উপজেলা হয়ে এ সড়ক দিয়ে মুকসুদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাটসহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন স্থানে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করে। ব্যস্ততম এ সড়কের সেতুটি শুক্রবার থেকে অপসারণের কাজ শুরু করায় যানবাহন চলাচল বন্ধ হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়।উপজেলা প্রকৌশলী আ. হান্নান জানান, সম্ভবত এ ব্রিজটির স্থানে বিকল্প সড়ক নির্মাণের বরাদ্দ নেই। কাজের অনুমতিপত্র না পেলেও, কাজ শুরু করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে মৌখিক অনুমতি দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ জানান, যে সড়কে নিয়মিত বাস ট্রাক চলাচল করে, সেই গুরুত্বপূর্ণ সড়কে বিকল্প সড়ক নির্মাণ না করে পুরাতন সেতু অপসারণ করা ঠিক হয়নি।