জীবন নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দি আসামী ধারন ক্ষমতা ২৩০ জনের বর্তমানে এই কারাগারে বন্দি রয়েছের ধারন ক্ষমতার প্রায় দশ গুন হিমসিম খাচ্ছে কারাকর্তৃপক্ষ। গতকাল সকাল ১০টা পর্যন্ত এ কারাগারে বন্দি রয়েছে ১৯৪০ জন এ খবর একটি বিসস্ত সূত্রে জানাগেছে। জেলার আসাদ ও জেল সুপার সুভাষ কুমার শাহা আন্তরিকতার সহিত তাদের দায়িত্ব পালন করছেন বলে জানাগেছে। গত ২৭/১২/২০১৭ ইং এই কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রি আসাদুজ্জামন খান কামাল, এমপি শামিম উসমানসহ নারায়ণগঞ্জের উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ সময় কারাগারের ভিতরে বন্দিদের জন্য চার তলা ভবন নির্মান কাজের উদ্ভোদন করেন ও বন্দিদের জন্য গার্মেন্টসের উদ্ভোদন করেন। কারারক্ষিদের বসবাসের জন্য বাহিরে ছয়তলা ভবন নির্মানেরও উদ্ভোদন করেন। কিন্তু বর্তমানে যে হারে নারায়ণগঞ্জ কারাগারে বন্দির সংখ্যা বাড়ছে সেহারে কারাগারের সুযোগ সুবিধা বাড়ছে না। এ বিষয়ে নাম প্রকাশে অনইচ্ছুক কারাগারের এক উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জানাযায়, এই কারাগারে ওয়ার্ড, সেল ও হাসপাতাল সব মিলিয়ে বন্দি ধারন ক্ষমতা ২৩০ একজন বন্দির জন্য সরকারিভাবে একটি ওয়ার্ডে দৈর্ঘ ৬ ফিট, প্রস্থ্য ৬ ফিট ও উচ্চতা ১০ ফিট এই হারে বন্দির সংখ্যা নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে বন্দির সংখ্যা বাড়ানোর কারনে একজন বন্দির থাকার জায়গার কম করে হলেও চারজন বন্দিকে রাখা হচ্ছে। এতে বন্দিরা বসবাসের জন্য মারাত্বকভাবে অসুবিধা ভোগ করছেন। যেখানে দৈনন্দিন কাজগুলো করতে তাদের খুবই কষ্ট হচ্ছে। নারায়ণগঞ্জ কারাগারে ভিআইপিদের জন্য স্থান আছে মোট ১৫ কক্ষ। নারায়ণগঞ্জ কারাগারে বন্দি আছে অনেক ভিআইপি যা নিয়ে প্রায়ই হিমসিম খেতে হয় কারাকর্তৃপক্ষকে। কিন্তু আঁশার বিষয় হলো কারাগারে আরো ২৪০ জন বন্দি ধারণ ক্ষমতার একটি ভবন ও ৩০ জন ভিআইপি বন্দি রাখার জন্য ১৫টি কক্ষ নির্মান কাজের উদ্ভোদন করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রি আসাদুজ্জামন খান কামাল। তবে বন্দি ধারণ ক্ষমতা ২৩০ এর জায়গায় ১৯৪০ হলেও বন্দিদের খাবারের কোন রকম সমস্যা হচ্ছে না। কারণ চাল এবং ডাল রেশন থেকে আসে আর অন্যান্য খরচ বাবদ একজন বন্দির জন্য গড়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে কারাগারের ওয়ার্ডের ভিতরে ও ওয়ার্ডের বারান্দায় কারাবন্দিরা রয়েছে বলে জানাগেছে। ঢাকার পাশেই অবস্থিত নারায়ণগঞ্জ কারাগার সঙ্গত কারনেই নারায়ণগঞ্জ কারাগারের বন্দি ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য মত প্রকাশ করেছেন নারায়ণগঞ্জবাসী।