1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা বলিউডের অন্যতম স্মরণীয় সুদর্শন নায়ক বিনোদ খান্নার প্রয়াণ দিবস ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ম্যাথিয়াস কুনহা যশোরের নিখোঁজ হওয়া ব্যবসায়ীর মরদেহ সাতক্ষীরার আশাশুনি থেকে উদ্ধার কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত ৯ সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত: বিলওয়াল ভুট্টো জারদারি কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা; যা বললেন ট্রাম্প রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত

প্রিয়াংকার ‘জুনিয়র প্রেমিক’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

বিনোদন জগতে একসঙ্গে কাজ করতে গিয়ে নানাজনের সঙ্গেই নিজের নামটি জড়িয়ে যায় গায়ক-গায়িকা ও অভিনেতা-অভিনেত্রীদের। বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও তার বাইরে নন। ২০০২ সালে তামিল ছবি ‘ঠামিজান’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় প্রিয়াংকার। এরপর নায়িকা হিসেবে হিন্দি ছবির জগতে আসেন ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্দাজ’ ছবির মাধ্যমে।

দীর্ঘ এই ১৪ বছরে অনেক অভিনেতার সঙ্গেই তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। যাদের মধ্যে সুপারস্টার শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের রণবীর কাপুর, শাহেদ কাপুররাও রয়েছেন। তবে এবার শোনা গেল, নিজের থেকে ১০ বছরের ছোট এক মার্কিন গায়কের সঙ্গে নাকি চুটিয়ে ‘প্রেম করছেন’ সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া।

আলোচনার কেন্দ্রে থাকা সেই ‘প্রেমিকের’ নাম নিক জোনাস। ২৫ বছর বয়সী এই বালকের সঙ্গেই নাকি এখন ডেট করছেন ৩৫ বছর বয়সী প্রিয়াংকা চোপড়া। একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এখানে-সেখানে। নিকের সঙ্গে প্রিয়াংকাকে নাকি ইতিমধ্যে একাধিক জায়গায় দেখা গেছে। অন্তত এমনটাই প্রকাশ পেয়েছে একটি আমেরিকান সংবাদ মাধ্যমে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদন বলছে, ‘সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে একসঙ্গে বেসবল খেলা দেখতে যান প্রিয়াংকা ও নিক। দুজনের স্টেডিয়ামে ঢোকার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ফেলেন এক ভক্ত। পরে টুইটারে সেই ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সঙ্গে শুরু হয় গুঞ্জন।

নিক-প্রিয়াংকাকে নিয়ে গুঞ্জন অবশ্য এক বছরের পুরনো। গত বছর মেট গালা অনুষ্ঠানে প্রথম প্রিয়াংকা ও নিক জোনাসকে একসঙ্গে দেখা যায়। ওই সময় তাদের দুজনের একসঙ্গে লালগালিচায় হাঁটা নিয়ে অনেক গুঞ্জন রটেছিল। সেই গুঞ্জনেই আবার নতুন করে জোয়ার এসেছে চলতি বছরে।

গুঞ্জন উঠবেই বা না কেন। গত সপ্তাহে বাংলাদেশ সফর শেষে এখন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন প্রিয়াংকা। তার অবসরের সঙ্গী কথিত প্রেমিক নিক জোনাস। সম্প্রতি একসঙ্গে প্রমোদতরিতে আনন্দ করতে দেখা গেছে তাদের। দেখা গেছে একটি কনসার্টেও। গায়ক নিকের ঘনিষ্ঠ একজনের দাবি, ‘তারা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। একে-অপরের সঙ্গ উপভোগ করছেন।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews