ফিলিস্তিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতীকী বিচার অনুষ্ঠিত হয়েছে। জর্ডান নদীর পশ্চিম তীরের দক্ষিণে আইদা শরণার্থী শিবিরের অধিবাসীরা এ বিচারের আয়োজন করে।
কেউ কেউ লিখেছেন, সম্ভব হলে ওদেরকে এরচেয়ে বড় শাস্তি দেয়া উচিত।
মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার অপরাধে ট্রাম্প ও পেন্সের বিরুদ্ধে এ প্রতীকী বিচারের আয়োজন করা হয়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল সফরে গিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন ঘোষণা করেন।
তিনি বলেছেন, জেরুজালেমকে রাজধানী ঘোষণার মাধ্যমে সঠিক কাজটিই করেছেন ট্রাম্প।
সূত্র: পার্স টুডে