চীনের হেবেই অঞ্চলে কিউআই নামের এক ব্যক্তিকে গাড়ির ভেতরে রেখে কবর দিয়েছে তার পরিবার। কারণ মৃত্যুর আগে ওই ব্যক্তি স্বজনদের বলে রেখেছিলেন, তাকে যেন চিরাচরিত কফিনে মুড়িয়ে কবর না দেওয়া হয়।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সোমবার প্রিয় গাড়িটাকে কফিন করে কিউআইকে কবর দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, এই আধুনিক কালেও মিশরের ফারাও যুগের সন্ধান মিলল, তবে একটু অন্য ভাবে।
সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, কিউআই সবসময় চেয়েছিলেন মৃত্যুর পর তাকে যেন তার ব্যক্তিগত গাড়িটির ভেতরে ঢুকিয়ে কবর দেওয়া হয়। তিনি ছিলেন প্রচণ্ড গাড়িপ্রেমী। দশ বছরেরও বেশি সময় ধরে হুন্দাইয়ের সোনাটা সেডানের ধূসর রঙের একটি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছিলেন তিনি। আর গাড়িটিকে পাগলের মতো ভালোবাসতেন। দীর্ঘ সময় কেটে গেলেও গাড়ি পরিবর্তন করেননি তিনি।
মৃত্যুর পর পরিবার তার অনুরোধ রাখে। গাড়িটির মাপে বড় গর্ত খোঁড়া হয়। গাড়ির ভেতরে শোওয়ানো হয় কিউকে। তারপর ক্রেনের সাহায্যে দড়ি বেঁধে আস্তে আস্তে গর্তের ভেতরে গাড়ি নামিয়ে কবর দেওয়া হয় তাকে।
এদিকে কিউআইয়ের কবর দেওয়ার ভিডিওটি ইউটিউবে ভাইরাল হয়েছে। মানুষজন করছেন নানা মন্তব্য। কেউ একজন লিখেছেন, ‘ভাগ্যিস তিনি বিমান ভালোবাসতেন না।’