চট্টগ্রাম প্রতিনিধি : ভাতিজার লাশের ময়নাতন্ত করাতে এসে নিজেই লাশ হয়ে ময়নাতদন্তের টেবিলে গেলেন কিশোরগঞ্জের মমতাজ উদ্দিন। রোববার চট্টগ্রামের হালিশহর থানার ২৬নং ওয়ার্ডের একটি বাসা থেকে মমতাজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ভাতিজার লাশ ময়নাতদন্ত করতে চট্টগ্রামে এসেছিলেন। মমতাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। স্থানীয়রা জানায়, গত তিন দিন আগে চট্টগ্রামের হালিশহর থানার বন্দরের রেল লাইন থেকে মমতাজের ভাতিজা সুজনের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল। গতকাল ভাতিজার লাশের ময়নাতদন্ত করাতে চট্টগ্রামে আসেন মমতাজ। এরপর রাতে তার লাশ পাওয়া যায় বাসায়।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার এসআই আনোয়ার বলেন, মমতাজ গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে বলে আমরা ধারনা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।