মুহা. সাজ্জাদ হোসেন
মতলব উত্তর উপজেলার কলাকান্দা বউবাজার-দশানী বেড়িবাঁধ রাস্তার পাকাকরণ চলছে। শুক্রবার কার্পেটিং শুরু হয়েছে। উপজেলা এলজিইডি দপ্তর এ কাজের তদারকি করছে। মেসার্স অমি এন্টারপ্রাইজ ২.৭৮৫ কিলোমিটার রাস্তা ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যায়ে বাস্তবায়ন করছে। কলাকান্দা ইউপি চেয়ারম্যান মো. ছোবহান সরকার সুভা নিজ তত্ত¡াবধানে এ কাজ করছেন বলে জানানো হয়। গুণগত মান বজায় রেখে কাজ করা হচ্ছে বলে এলজিইডি কর্মকর্তা জানান।
এ গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করায় ছেংগারচর পৌরসভা, কলাকান্দা ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নের জনসাধারণের চলাচল সহজতর হবে।
কলাকান্দা ইউপি চেয়ারম্যান মো. ছোবহান সরকার সুভা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি’র সার্বিক সহযোগিতায় কলাকান্দা বউবাজার থেকে দশানী বেড়িবাঁধ রাস্তাটি পাকা করার অর্থ বরাদ্ধ পেয়ে রাস্তা পাকাকরণের কাজ চলছে। এ রাস্তাটি পাকা হওয়া এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাগব হয়েছে। মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ##