টাঙ্গাইলের মির্জাপুরে কিন্ডার গার্টেনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের মডেল একাডেমি শিক্ষা ফাউন্ডেশনে বৃত্তি পরীক্ষার আয়োজন করে। শুক্রবার সকাল দশটায় পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যাালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২৪ জন, পুষ্টকামুরী ৫৩ জন, আলহাজ্ব মো. শফি উদ্দিন ৭ জন, বাওয়ার কুমারজানী ১০ জন, কাণ্ঠালিয়া ২৭ জন, সরিষাদাইড় ৪৮ জন, ভারতেশ্বরী হোসেন ২ জন, মির্জাপুর মডেল একাডেমি ১৯ জন, আইডিয়াল ল্যাবরেটরী ১ জন ও শানীহ স্কুল থেকে ১ জন, ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল ৯ জন, ইচাইল ১জন, উয়ার্শী ইউনিয়নের নওগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৬ জন, ভাওড়া ইউনিয়নের গবড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ১ জনসহ মোট ২০৯ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। প্রথম শ্রেণি হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী বৃত্তি পরীক্ষার আয়োজন করে মির্জাপুর মডেল একাডেমি শিক্ষা ফাউন্ডেশন।
আলহাজ্ব মো. শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেণির ছাত্রী সাদিকা আফরিন আদ্রিতা বলে, নিজ বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে খুব ভালো লেগেছে।
মির্জাপুর মডেল একাডেমি শিক্ষা ফাউন্ডেশনের অধ্যক্ষ রওশন আরা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা শুরুতেই নিজ বিদ্যালয় ছেড়ে আন্যত্র পরীক্ষা দেয়ার সাহসীকতা অর্জন করবে। বৃত্তি প্রাপ্তদের সনদ ও পুরস্কার দেয়া হবে। তাছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।