চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনকে সতর্ক করে বলেছে, এসব দেশ দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর যে পরিকল্পনা করেছে বেইজিং তা সহ্য করবে না।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে পাশ্চাত্যের সামরিক তৎপরতার মোকাবিলায় চীনের সশস্ত্র বাহিনী সুনিশ্চিতভাবে নিজের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে আত্মরক্ষার স্বার্থে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে বেইজিং এবং এ কাজে দেশটি অন্য কারো কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন মনে করে না।
ব্রিটেন ও চীন সম্প্রতি ঘোষণা করেছে, তারা অচিরেই দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাবে। ওই অঞ্চলে আগে থেকেই মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি রয়েছে। অন্যদিকে চীন সেখানে কৃত্রিম দ্বীপ নির্মাণ করে সামরিক ঘাঁটি বসিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের তীব্র টানাপড়েন চলছে।