লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৪ মাস বয়সী ইব্রাহীম নামের এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার শিশুটির মা জান্নাতুল ফেরদৌস জানান, ৪ দিন আগে তার মা সাফিয়া বেগম হাসপাতালে ভর্তি হন। শিশু বাচ্চাটিকে নিয়ে মায়ের সেবা যত্ন করছিলেন তিনি। রাতে হঠাৎ ওই মহিলা এসে তার কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে চতুর্থ তলার গেইট ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্বজনদের চিৎকারে আশে পাশের রোগী ও স্বজনরা ওই মহিলাকে আটক করে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এসময় আটককৃত ওই নারীর নাম পরিচয় জানতে চাইলে তার নাম সালেহা ও সদর উপজেলার চররুহিতার বাসিন্দা বলে জানায়। তার স্বামীর নাম জানতে চাইলে তিনি বিভ্রান্তিমূলক তথ্য দেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু চুরির অভিযোগে আটককৃত ওই নারীর কথা বার্তা অসংলগ্ন মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
বিষয়টি পর্যবেক্ষনে রয়েছে বলেও জানান হাসপাতালের এ কর্মকর্তা।