সিরিয়ার পূর্ব ঘৌটায় পিছু হটছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের দমনে সিরিয়ার সরকারি বাহিনীর হামলার প্রেক্ষিতে হাজার হাজার মানুষ শহর ত্যাগ করছে। সন্ত্রাসবাদ উৎপাটনের আগ পর্যন্ত অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ খবর দিয়েছে আল জাজিরা অনলাইন। সিরিয়ান অবসারভেটরি অব হিউম্যান রাইটস রোববার জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পূর্ব ঘৌটার এক চতুর্থাংশ অঞ্চল অধিকৃত করেছে সরকারি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়ান বিমান বাহিনীর সহায়তায় বেশ কিছু গ্রামের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। একটি সমর্থিত সেনাসুত্রে জানা গেছে যে, দামেস্কের আল নাসাইবিয়াহ এবং ওতায়াসহ বেশ কিছু অঞ্চলে বিদ্রোহীদের হটিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। এছাড়াও, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবসারভেটরি বলেছে, ঘৌটার মধ্যাঞ্চলের মেসরাবা শহরের সীমান্তে পৌঁছে গেছে সিরিয়ান বাহিনী। পূর্ব ঘৌটায় ভারী গোলাবারুদ ছুড়ে এবং আকাশপথে বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করে সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। ফলে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হলেও তারা পুনর্গঠিত হচ্ছে- এমনটিই জানিয়েছে বিদ্রোহীদের একটি দল ‘জাইস আল ইসলাম’। এক অডিওবার্তায় দলটির মুখপাত্র হামজা বিরকদার প্রত্যয় ব্যক্ত করেছেন যে, অধিকৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে উচ্ছেদ করা হবে। তিনি আরও বলেন, সরকারি বাহিনীকে মোকাবেলা করতে তারা দলের শক্তি বৃদ্ধি করছেন। উল্লেখ্য, পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বসবাস। নিত্যদিনের বোমাবর্ষণ এবং হামলায় অঞ্চলটি একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। গত দুই সপ্তাহেই ৬০০ এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।