1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১০ মে ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
মদনে রাতের আঁধারে শিং মাছের ফিসারি বিষ প্রয়োগে মাছ নিধন ৬০ লক্ষ টাকা ক্ষতি সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা বীরগঞ্জে করলা ও ঝিঙ্গা গাছ কেটে দিল দুর্বৃত্তরা ‎ মানবিকতার পাশে রাজনীতি গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা এ্যাড.ফারুক আহমেদ প্রিন্স গ্রেফতার ওসি মংচেলার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের লাঠিচার্জের অভিযোগ এবং থানায় যোগদানের পর আইন শৃঙ্খলার অবনতি আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত হযে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে : হাসনাত আব্দুল্লা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সুপার হিরোকে নিয়ে অস্ট্রেলিয়ায় বুবলী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

বিনোদন ডেস্ক : শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান নতুন ছবির কাজে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এবার তিনি সুপার হিরো হিসেবে দর্শকের সামনে হাজির হবেন। গত ২২শে জানুয়ারি রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা করেন। সেখানে যাওয়ার আগে শাকিব খান জানান, আমার নতুন ছবির নাম ‘সুপার হিরো’। এ ছবিটি পরিচালনা করবেন আশিকুর রহমান।

ছবির নাম ‘সুপার হিরো’ হলেও ঘটনায় নানান চমক থাকছে। এছাড়া আগে শুটিং করা আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’ নামে একটি ছবির বাকি কাজ সেখানে হওয়ার কথা রয়েছে। এদিকে শবনম বুবলী এবারই প্রথম কোনো সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়া গেলেন। প্রযোজনা সংস্থা হার্টবিট প্রোডাকশনের নতুন ছবি এটি। ছবির প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, টানা ২০ দিনের মতো শুটিং হবে অস্ট্রেলিয়ায়। ছবির ৬০ ভাগ কাজ হবে সেখানে। এরপর বাংলাদেশের বিভিন্ন লোকেশনে বাকি কাজ হবে। এদিকে জানা যায়, গত রোববার কলকাতা থেকে ঢাকায় ফিরেন শাকিব খান ও বুবলী। কলকাতায় কিছু স্টেজ শোতে অংশ নেন তারা। কলকাতা যাবার আগে থাইল্যান্ডে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’ ছবির শুটিং সেরে কলকাতা পৌঁছান তারা। ‘সুপার হিরো’ ছবিতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ। থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। উল্লেখ্য, শাকিব খান ও বুবলী এ পর্যন্ত জুটি হয়ে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে শামীম আহমেদ রনীর ‘বসগিরি’, রাজু চৌধুরীর ‘শুটার’, শাহাদৎ হোসেন লিটনের ‘অহংকার’ ও আবদুল মান্নানের ‘রংবাজ’। আর সামনে মুক্তি পাবে উত্তম আকাশের পরিচালনায় ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’ নামের ছবিটি। সবক’টি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews