দেশ ব্যাপী মাদকের বিরুদ্ধে সাঁড়শি অভিযান চললেও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এর কোন প্রভাব পড়েনি। রাজধানীতে মাদকের প্রবেশ পথ হিসেবে পরিচিত সোনারগাঁওয়ের কুখ্যাত মাদক ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অসাধু সদস্য ও তাদের সোর্সের মদদে ধরা ছোয়ার বাইরে প্রকৃক মাদক ব্যবসায়ীদের নাম তালিকায় পর্যন্ত নেই।
সারাদেশে সাঁড়শি অভিযানের ফলে সোনারগাঁওয়ের কুখ্যাত মাদক ব্যবসায়ীরা গাঁ-ডাকা দিয়েছে। সোনারগাঁওয়ের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে কুখ্যাত মাদক ব্যবসায়ী সজিব, মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের মালাইয়ের ছেলে বাবু তার সহযোগী একই ইউনিয়নের মাধবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জুয়েল ওরফে বুইট্টা জুয়েল, আঃ মতিনের ছেলে মফিজুল, রফিকের ছেলে নুরুল ইসলাম, পৌরসভা ইছাপাড়া গ্রামের ধনু মিয়ার ছেলে শাওন সহ শত শত প্রকৃত মাদক ব্যবসায়ীরা সোনারগাঁও থানা পুলিশ ম্যানেজ করে আড়ালেই থেকে যাচ্ছে । লোক দেখানো মাদক তালিকায় বেশীর ভাগই সেবনকারী কিংবা ১০ পিছ ২০ পিছ ধরিয়ে দিয়ে মামলা দেওয়া লোকেদের নাম । নেই বর্তমান প্রকৃত মাদক সম্রাটদের নাম আছে ১০ বছর আগে ৩০ পিছ ইয়াবা দিয়ে চালান দেওয়া সেবনকারীদের নাম । কাঁচপুর ইউনিয়নে ২০ জন পিরোজপুর ইউনিয়নে ৪৭ জন পিরোজপুর গ্রামে মাত্র ১ জন মাদক ব্যাবসায়ীর নামের তালিকা রীতিমত হাস্যকর । লোক দেখানো তালিকা নয় প্রকৃত মাদক সম্রাটদের তালিকা করে তাদের গ্রেফতার করে সোনারগাঁওয়ের মাদক নির্মূলে সোনারগাঁও থানা পুলিশের আন্তরিকতা প্রমাণের দাবী সচেতন মহলের।