1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

অ্যাশেজ সিরিজ চতুর্থ টেস্টে সম্পূর্ণ পেস আক্রমণ বেছে নিলো অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:     কামিন্সের অনুপস্থিতিতে প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা স্মিথ বলেন, তিনি পুরোপুরি সুস্থ এবং শতভাগ ফিট অনুভব করছেন।অধিনায়ক স্টিভ স্মিথ বৃহস্পতিবার জানিয়েছেন, চতুর্থ অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়া সম্পূর্ণ পেস আক্রমণ নিয়ে মাঠে নামবে। এদিকে ‘বক্সিং ডে’ টেস্টের জন্য নির্বাচকরা জশ ইংলিসকে বাদ দিয়ে উসমান খাজাকে বেছে নিয়েছেন।ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়ে বক্সিং ডে টেস্টে নামছে স্বাগতিকরা। তবে তারা পাচ্ছেন না পেস আক্রমণের নেতা প্যাট কামিন্স এবং অভিজ্ঞ স্পিনার ন্যাথান লিঁওকে।

দীর্ঘদিন কোমরের নিচের অংশের চোটে ভোগার পর তৃতীয় অ্যাডিলেড টেস্টে ফেরার পর কামিন্সকে নিয়ে বাড়তি সতর্কতার সিদ্ধান্ত নিয়েছে টিম অস্ট্রেলিয়া। এক কারণে তিনি অ্যাশেজে আর খেলবেন না।এদিকে অভিজ্ঞ স্পিনার লিঁওর হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় এ সপ্তাহে অস্ত্রোপচার হয়েছে এবং তার সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।লিঁওর কভার হিসেবে টড মারফিকে দলে ডাকা হলেও স্মিথ বলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ‘খুবই ঘাসযুক্ত’ উইকেটের কারণে তারা পেস আক্রমণেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা চারজন ফাস্ট বোলার নিয়ে খেলব, কোনো স্পিনার নয়। উইকেটে ১০ মিলিমিটার ঘাস আছে। এই উইকেট খুবই ঘাসে ভরা, বেশ সবুজ।’তিনি আরো যোগ করেন, ‘আমার ধারণা, বিশেষ করে যদি প্রথম দিনের আবহাওয়া আজকের মতো ঠান্ডা ও মেঘলা থাকে, তাহলে বল বেশ গতি থাকবে। আপনাকে যে ধরনের উইকেট দেয়া হয়, সেভাবেই খেলতে হবে। এই উইকেট সিম বোলারদের জন্য যথেষ্ট সহায়ক হবে বলে মনে হচ্ছে এবং পুরো সপ্তাহের আবহাওয়াও সেই ইঙ্গিতই দিচ্ছে।’

অস্ট্রেলিয়া ইতোমধ্যেই ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সাথে পেস বিভাগের আক্রমণের নেতৃত্ব কে থাকবেন, সে বিষয়ে টসের সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।তবে এটা নিশ্চিত যে মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন বা ব্রেন্ডান ডগেটের মধ্যে একজন বাদ পড়বেন।ডগেট ও নেসার ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন। কিন্তু অ্যাডিলেডে কামিন্স ও লিঁও ফেরায় তারা জায়গা হারান। তিনবার কাঁধে অস্ত্রোপচারের পর চার বছর পর দলে ফিরেছেন রিচার্ডসন।ভার্টিগোর উপসর্গের কারণে তৃতীয় টেস্ট মিস করা স্মিথ এবার চার নম্বরে ফিরেছেন।

অ্যাডিলেডে খাজা স্মিথের জায়গায় নেমে ৮২ ও ৪০ রান করেন। এবার তিনি পাঁচ নম্বরে অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের আগে নামবেন।কামিন্সের অনুপস্থিতিতে প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা স্মিথ বলেন, তিনি পুরোপুরি সুস্থ এবং শতভাগ ফিট অনুভব করছেন।ভার্টিগো প্রসঙ্গে তিনি বলেন, অ্যাডিলেডে প্রথম দুই দিন হোটেল থেকে খেলা দেখছিলাম এবং ইচ্ছে হচ্ছিল মাঠে থাকতে। কিন্তু তখন সিদ্ধান্তটা সঠিক ছিল, কারণ আমি সত্যিই কষ্টে ছিলাম।

অস্ট্রেলিয়া দল : ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, ব্রেন্ডান ডগেট, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews