
খেলাধুলা ডেস্ক: অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট এবং ইংল্যান্ডের প্রয়োজন ২২৮ রান। সিরিজের প্রথম দুই টেস্ট জিতে ২-০ ব্যবধানে এগিয়ে অসিরা। তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪৩৫ রানের জবাবে চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ২০৭ রান করেছে ইংল্যান্ড।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান করেছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে ৩৫৬ রানে এগিয়ে ছিল অসিরা। প্রথম ইনিংস থেকে ৮৫ রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া।
চতুর্থ দিন বাকী ৬ উইকেটে ৭৮ রান যোগ করে ৩৪৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪২ রান নিয়ে খেলতে নেমে ১৭০ রানে থামেন ওপেনার ট্রাভিস হেড। ২১৯ বলে ১৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
আগের দিন ৫২ রান করা অ্যালেক্স ক্যারি ৬টি চারে ৭২ রানে আউট হন। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারের চার ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি।
৭০ রানে ৪ উইকেট নিয়েছেন জশ টাং। এছাড়া ব্র্যান্ডন কার্স ৩ উইকেট নেন।
৪৩৫ রানের টার্গেটে খেলতে নেমে ৩১ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটকে ৪ ও ওলি পোপকে ১৭ রানে আউট করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। এরপর তৃতীয় উইকেটে জো রুটকে নিয়ে ৭৮ ও চতুর্থ উইকেটে হ্যারি ব্রুকের সাথে ৬৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার জ্যাক ক্রলি।
রুটের ৩৯ ও ব্রুকের ৩০ রানের সাথে অধিনায়ক বেন স্টোকস ৫ রানে আউট হলে চাপে পড়ে ইংল্যান্ড। সতীর্থদের যাওয়ার আসা অন্যপ্রান্তে দেখছিলেন সেঞ্চুরির পথে থাকা ক্রলি। কিছুক্ষণবাদে ৮টি চারে ৮৫ রান করা ক্রলিকে সাজঘরের পথ দেখান অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লিঁও। ক্রলির আগে ব্রুক ও স্টোকসকে শিকার করেছিলেন লিঁও। এতে ১৯৪ রানে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড।
দিনের শেষভাগে ৫৭ বলে ১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে টেস্টকে পঞ্চম দিনে টেনে নিয়ে যান জেমি স্মিথ ও উইল জ্যাকস। স্মিথ ২ ও জ্যাকস ১১ রানে অপরাজিত আছেন।
কামিন্স ও লিঁও ৩টি করে উইকেট নেন।