
দিনে মাত্র একবার ধূমপানেও হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রায় অর্ধেক ঝুঁকি বাড়িয়ে দেয়। গতকাল বৃহস্পতিবার চিকিৎসা সাময়িকী ব্রিটিশ মেডিক্যাল জার্নালে (বিএমজে) প্রকাশিত এক নতুন গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর অধ্যাপক অ্যালান হ্যাকশো বলেন, যদি কেউ প্রতিদিন ২০টির পরিবর্তে একবার ধূমপান করে তবে আমরা মনে করি যে ঝুঁকি ১/২০, বা পাঁচ শতাংশের নিচে নেমে আসবে। তিনি বলেন, ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হলেও হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জন্য সত্য নয়। যেখানে প্রতিদিন এক প্যাকেট ধূমপানে শরীরে ক্ষতি তো হয়ই আর দিনে একবার একটা সিগারেট ধূমপানে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ।তিনি বলেন, যদিও অনেক ধূমপায়ীরা মনে করে দিনে একবার বা কয়েকবার ধূমপান তেমন ক্ষতি করে না। কিন্তু এমনটা ভাবা তাদের বোকামী।তাদের উচিত ইতিবাচকভাবে কাজ করা অর্থাৎ ধূমপান ছেড়ে দেওয়া।ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় সাত কোটি মানুষ ধূমপানের কারনে মৃত্যুবরন করে। এদের মধ্যে প্রায় দুই কোটি মানুষের মৃত্যু হয় কার্ডিওভাসকুলার রোগের কারণে, প্রধানত হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে। সূত্র: এএফপি।