1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

দ্রুত ওয়াইফাই চান? ভুলেও এই ৫ জায়গায় রাউটার রাখবেন না

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

তথ্য প্রযুক্তি ডেস্ক: আমাদের জীবনে এখন এমন এক সময় চলছে, যেখানে ইন্টারনেট ছাড়া একদিনও কল্পনা করা যায় না। কাজ হোক, ক্লাস, বিনোদন বা মোবাইল গেম-সবই এখন ওয়াইফাই নির্ভর। কিন্তু অনেকে অভিযোগ করেন, ইন্টারনেটের গতি একবার আসে, আবার কমে যায়! অথচ সমস্যা অনেক সময় নেটওয়ার্ক কোম্পানির নয়, বরং আপনার রাউটারের অবস্থানেই লুকিয়ে থাকে! দেখতে খানিকটা বেমানান এই যন্ত্রটি অনেকেই লুকিয়ে রাখতে চান সোফার পেছনে, টেবিলের নিচে বা আলমারির ভেতরে। কিন্তু জানেন কি? এই ছোট্ট লুকানোর অভ্যাসই নষ্ট করছে আপনার ওয়াইফাইয়ের স্পিড! প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, রাউটার থেকে বের হওয়া সিগন্যাল যত বেশি বাধার সম্মুখীন হয়, গতি তত কমে যায়। তাই সঠিক জায়গায় রাউটার না রাখলে, ভালো ইন্টারনেট কানেকশনও দুর্বল হয়ে পড়ে। চলুন জেনে নেওয়া যাক, কোন ৫টি জায়গায় রাউটার রাখলে ওয়াইফাইয়ের গতি ধীর হয়ে পড়ে, আর কোথায় রাখলে গতি হবে সবচেয়ে ভালো-

মেঝেতে রাউটার রাখলে সিগন্যাল নষ্ট হয়

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ঞযড়ংবঞবপযএুঁং-এর টেকনিশিয়ান জুলিয়ান জানান, রাউটারকে মেঝেতে রেখে দিলে তা পুরোপুরি কাজ করতে পারে না। তিনি বলেন, ভাবুন, ঘর আলোকিত করতে কেউ বাতিটা মাটিতে রেখে দিয়েছে-এ ক্ষেত্রে আলো ঠিকই ছড়াবে, কিন্তু খুব সীমিত পরিসরে। একইভাবে ওয়াইফাই তরঙ্গও নিচের দিকে বেশি ছড়ায়, উপরে নয়। তাই মেঝেতে রাখলে উপরের ঘর বা কোণে থাকা ডিভাইসগুলো সিগন্যাল কম পায়।

সোফা বা ভারী আসবাবের আড়ালে রাউটার রাখা

অনেকে রাউটারকে দৃষ্টির আড়ালে রাখতে সোফার পেছনে বা আলমারির পাশে রাখেন। এতে ওয়াইফাই তরঙ্গ বাধার মুখে পড়ে এবং গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। জুলিয়ান বলেন, ‘ওয়াইফাই তরঙ্গ বাতাসে দুর্দান্তভাবে ছড়ায়, কিন্তু কঠিন কোনো বস্তুর সামনে পড়লেই তা দুর্বল হয়ে যায়।’ অর্থাৎ, যত বেশি বাধা, তত কম ইন্টারনেট স্পিড।

বেসমেন্ট বা নিচতলায় রাউটার লুকানো সবচেয়ে বড় ভুল

রাউটার দেখতে খারাপ বলে অনেকেই নিচতলায় বা বেসমেন্টে রাখেন। কিন্তু এটি আপনার ওয়াইফাই পারফরম্যান্সের সবচেয়ে বড় শত্রু। বেসমেন্টে থাকে নানা রকম বৈদ্যুতিক তার, কপার পাইপ ও ফ্লুরোসেন্ট লাইট। এগুলো ওয়াইফাই সিগন্যালকে বাধা দেয় বা বিঘ্ন ঘটায়। আইটি বিশেষজ্ঞ ডেভিড ম্যাক্সি বলেন, ‘বেসমেন্টে নানা ধরনের ইলেকট্রিক নয়েজ থাকে, যা ওয়াইফাই সিগন্যালকে অস্থিতিশীল করে।’ তাই রাউটার রাখুন এমন স্থানে, যেখানে আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন।

আলমারি বা ক্যাবিনেটের ভেতরে রাউটার রাখা বিপজ্জনক

রাউটার লুকিয়ে রাখতে গিয়ে অনেকে ক্যাবিনেট বা শোকেসের ভেতরে রাখেন। এতে শুধু সিগন্যাল ব্লক হয় না, বরং রাউটার অতিরিক্ত গরম হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, বাতাস চলাচল না থাকলে রাউটার ওভারহিট হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রে এক নারী অভিযোগ করেছিলেন. রাউটার অতিরিক্ত গরম হয়ে তাপ বাড়িতে আগুন লেগেছিল! তাই সতর্ক থাকুন। রাউটার রাখুন বাতাস চলাচল হয় এমন খোলা জায়গায়।

আরেকটি রাউটারের পাশে রাউটার বসানো

একই স্থানে একাধিক রাউটার রাখলে সিগন্যাল ‘কনফ্লিক্ট’ করে। কারণ রাউটারগুলো একই রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করে, ফলে পরস্পরের সিগন্যাল একে অপরকে দুর্বল করে দেয়। তবে মেশ নেটওয়ার্ক সিস্টেম হলে সমস্যা নেই, কিন্তু আলাদা আলাদা রাউটার হলে ইন্টারনেট গতি মারাত্মকভাবে কমে যাবে।

তাহলে কোথায় রাখবেন রাউটার? প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ-

১. রাউটার রাখুন ঘরের মাঝখানে, উঁচু স্থানে

২. চারপাশে যেন খোলা বাতাস চলাচল করতে পারে

৩. দেয়াল, ধাতব বস্তু ও বড় আসবাব থেকে দূরে রাখুন

৪. চাইলে প্লাস্টিক বা কাপড়ের ঝুড়ি ব্যবহার করতে পারেন, তবে কখনোই ধাতব কিছুতে নয়

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews