
অপেক্ষা ছিল আর কেবল দু’টি ডিসমিসালের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে উইকেটের পেছনে দাঁড়িয়ে তিনটি ক্যাচ নেন মুশফিকুর রহিম। এর মধ্য দিয়েই ২০০টি ডিসমিসালের অনন্য এক ক্লাবে পৌঁছে গেলেন বাংলাদেশের এই ক্রিকেটার।
একই সঙ্গে উইকেটরক্ষক-ব্যাটসম্যানদের অনন্য একটি সম্মানজনক ক্লাবেও ঢুকে গেলেন মুশফিক। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র চারজন উইকেটরক্ষক ব্যাটসম্যানই কেবল পাঁচ হাজার রান ও ২০০টি ডিসমিসালের মাইলফলক ছুঁয়েছেন। আগের চারজনের নাম শুনলেই বোঝা যাবে ক্লাবটা কতটা প্রতাপশালী।
তারা হলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ভারতের মহেন্দ্র সিং ধোনি, অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। এই কিংবদন্তিদের সঙ্গে এখন থেকে উচ্চারিত হবে মুশফিকুর রহিমের নাম। ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, পাকিস্তানের মইন খান, শ্রীলঙ্কার রমেশ কালুভিতারানা, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার কিংবা অস্ট্রেলিয়ার ব্র্যাড হ্যাডিনের মতো ক্রিকেটাররাও এই মাইলফলকে নাম লেখাতে পারেননি। ডিসমিসালের দিক থেকে মুশফিকের চেয়ে এখন এগিয়ে আছেন ১০ জন। সবার ওপরে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তিনি অবশ্য অনেক অনেক ব্যবধানে এগিয়ে। ৪০৪টি ম্যাচে ক্রিকেটকে বিদায় বলে দেওয়া সাবেক এই লঙ্কান অধিনায়কের ডিসমিসালের সংখ্যা ৪৮২টি। ওয়ানডে ক্রিকেটে ৪০০’র ওপর ডিসমিসাল আছে এমন উইকেটরক্ষকের সংখ্যা মাত্র চারজন। এখানে কুমার সাঙ্গাকারা বাদে বাকি তিনজন হলেন অ্যাডাম গিলক্রিস্ট (৪৭২), মার্ক বাউচার (৪২৪) ও মহেন্দ্র সিং ধোনি (৪২০)। আর ২০০টি ডিসমিসাল পাওয়া উইকেটরক্ষকদের তালিকায় মুশফিক ছাড়া আছেন আরও ছয়জন।
সবচেয়ে বেশি রান করা উইকেটরক্ষকদের তালিকাতেও সাঙ্গাকারা আছেন সবার ওপরে। ওয়ানডেতে তিনি ৪১.৯৮ গড়ে করেছেন ১৪২৩৪ রান। দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনির রানও ১০ হাজার-এর ওপরে। গতকাল অবধি ধোনির রান ১০১৪৩। তৃতীয় স্থানে থাকা গিলক্রিস্টের রানও ১০ হাজার ছুঁইছুঁই। ২৮৭ ম্যাচে তিনি করেছেন ৯৬১৩ রান।
চতুর্থ স্থানে থাকা ব্রেন্ডন ম্যাককালাম ২৬০ ম্যাচে ২৪২টি ডিসমিসালের পাশাপাশি করেছেন ৬০৮১ রান। মুশফিকের পক্ষে সাবেক এই ব্ল্যাক ক্যাপ অধিনায়ককে ছাড়িয়ে যাওয়া খুবই সম্ভব।
ওয়ানডেতে পাঁচ হাজার রান ও ২০০ ডিসমিসাল
খেলোয়াড় দেশ রান ডিসমিসাল
কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ১৪২৩৪ ৪৮২
মহেন্দ্র সিং ধোনি ভারত ১০১৪৩ ৪২০
অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া ৯৬১৯ ৪৭২
ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড ৬০৮৩ ২৪২
মুশফিকুর রহিম বাংলাদেশ ৫১৪৫ ২০১