1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

খেলাধুলা ডেস্ক:     চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সামাজিকমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)।

জানা গেছে, কাঠমান্ডুতে ৬ সেপ্টেম্বর প্রথম ও দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলাতে চেয়েছিল বাফুফে। কিন্তু সে সময় অধিকাংশ দলই খেলবে বিশ্বকাপ বাছাইয়ে। এছাড়া, অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগে থেকেই নির্ধারিত। এশিয়ার অনেক দেশের সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশ করে নেপাল।

হামজা-শমিত সোমদের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র‍্যাঙ্কিং ১৫৩। উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে র‍্যাঙ্কিংয়ে ১৭৫ এ থাকা নেপাল ম্যাচ দিয়ে। আর বাংলাদেশ ১৮৩ নম্বরে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews