1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

ভূমিকম্পের ঝুঁকি, ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম স্থগিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:    দেশে পরপর কয়েকটি ভূমিকম্পের পর বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) রোববার (২৩ নভেম্বর) ঘোষণা করেছে, আগামী ৪৮ ঘণ্টার জন্য সব ধরনের তেল ও গ্যাস কূপ খনন এবং সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে। তাই তেল-গ্যাস কূপ কার্যক্রম ভূমিকম্পকে যেন প্রভাবিত না করে, এ কথা বিবেচনায় সাময়িকভাবে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা কূপ খনন এবং সিসমিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে একই দিনে সকাল ৮টার পর পুনরায় কার্যক্রম শুরু হবে। এই সময়ে যদি নতুন কোনো ভূমিকম্প ঘটে, তবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পেট্রোবাংলা আগেই জানাবে।

বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলছিল। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জরিপ কার্যক্রমও চলমান রয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews