বাংলাদেশে জাতীয় ক্রিকেট লিগে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড করলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তার এই রেকর্ডের পর তাকে অভিনন্দন জানিয়েছেন এর আগে সর্বোচ্চ রানের মালিক রকিবুল ইসলাম ও ম্যাচের আম্পায়ার।
২০১৯-২০ মৌসুমে বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে ব্যাট করতে নেমে নিজের ব্যক্তিগত ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেললেন তামিম ইকবাল। এরআগে, ২০০৬-০৭ মৌসুমে সিলেট বিভাগের হয়ে একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিক ছিলেন রকিবুল ইসলাম। সেই সময় তিনি ৩১৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
রবিবার ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে ২১৩ রানের টার্গেটে খেলতে নেমে ২ উইকেটে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল হক। ইনিংস ঘোষণার সময় তামিম ইকবাল ৩৩৪ রানে অপরাজিত ছিলেন।