1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

অক্টোবরে ডিআর কঙ্গোর পরিস্থিতি নিয়ে জরুরি সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স: ম্যাখোঁ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:    ফ্রান্স অক্টোবরে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআরসি) চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি সম্মেলন আয়োজন করবে। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জাতিসংঘে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেট লেকস অঞ্চলে ডিআরসি’র সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে।’ ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের কিভুর জনসংখ্যা ও সেখানকার বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের আশা ফিরিয়ে আনতে হবে।’

ম্যাখোঁ আরও বলেন, আগামী মাসে প্যারিসে অনুষ্ঠেয় এই বৈঠকে যারা মানবিক জরুরি সমস্যাগুলোকে চিহ্নিত ও মোকাবিলা করতে পারেন এবং চলমান শান্তি উদ্যোগের সঙ্গে ইতোমধ্যেই তাদের প্রচেষ্টাগুলোকে সমন্বয় করেছেন তাদের সকলকে একত্রিত করা হবে।

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, খনিজ সম্পদে সমৃদ্ধ পূর্ব ডিআরসি তিন দশক ধরে সংঘাতে জর্জরিত।২০২১ সাল থেকে সরকার বিরোধী এম-২৩ গোষ্ঠীর পুনরুত্থানের ফলে সহিংসতা তীব্রতর হয়েছে।

জাতিসংঘ বলেছে যে প্রতিবেশী রুয়ান্ডা ও তাদের সেনাবাহিনী গোষ্ঠীটিকে সমর্থন দিচ্ছে। জানুয়ারিতে গোমা ও ফেব্রুয়ারিতে বুকাভুর প্রধান শহরগুলো তারা দখল করে নেয়।জাতিসংঘের মতে, জানুয়ারি থেকে সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কাতারে তিন মাস ধরে আলোচনার পর, জুনের শেষের দিকে ওয়াশিংটনে ডিআরসি ও রুয়ান্ডার সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি পৃথক শান্তি চুক্তির পর, ১৯ জুলাই এম ২৩ গোষ্ঠী এবং কিনশাসা যুদ্ধবিরতিতে সম্মত হয়।কিন্তু সাম্প্রতিক দিনগুলোয়, এম২৩ ও কঙ্গোলিজ সেনাবাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews