1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
  2. adminbockup@wordpress.org : adminbockup :
  3. wordpresupport@www.jibonnews24.com : admlnlx :
  4. jibonnews24wy@gmail.com : trumpweiss :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

লিড পেয়ে ব্যাটিং ভুলে গেল পাকিস্তান, ১৭ রানে হারায় ৬ উইকেট

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

খেলাধুলা ডেস্ক:   নিজেদের ঘরের মাঠ লাহোরেই ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ইনিংসে ৩৭৮ রান করে ১০৯ রানের লিড পায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫০ রান করে ভালো পজিশনেই ছিল। এরপর দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার সেনুরান মুথুসামি ও সিমন হারমারের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে পাকিস্তান ১৭ রানে হারায় ৬ উইকেট।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ইনিংসে ইমাম উল হক, আগা সালমান, শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত ব্যাটিং করেন। ইমাম ও আগা সালমান মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন।

ইমাম উল হক ও আগা সালমান ফেরেন ৯৩ রান করে। অধিনায়ক শান মাসুদ করেন ৭৬ রান। আর মোহাম্মদ রিজওয়ানের ফেরেন ৭৫ রানে। চার ফিফটিতে প্রথম ইনিংসে ৩৭৮ রান করে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে সেনুরান মুথুসামি ৬ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে টনি ডি জরির (১০৪) সেঞ্চুরি ও রায়ান রিকটনের (৭১) ফিফটিতে ভর করে ২৬৯ রান করে সফরকারী দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে ৬ উইকেট নেন নোমান আলি। আর ৩ উইকেট নেন সাজিদ খান।

প্রথম ইনিংসে ১০৯ রানের লিড পেয়ে ফুরফুরে মেজাজেই ছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় তারা।প্রথম ইনিংসে ৯৩ ও ৭৬ রান করা ইমাম উল হক; দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য ও সাত রান করে। দলীয় ৩৩ রানে ফেরেন টপঅর্ডার এই দুই ব্যাটসম্যান।

এরপর দলের হাল ধরেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও বাবর আজম। তারা ৪১ ও ৪২ রান করে ফেরার পর ৩৮ রান করে আউট হন সৌদ শাকিল। একটা পর্যায়ে ৪ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৫০ রান।এরপর রীতিমতো আসা-যাওয়ার মিছিলে অংশ নেন মোহাম্মদ রিজওয়ান (১৪), শাহিন শাহ আফ্রিদি, আগা সালমান, নোমান আলি ও সাজিদ খান।

শেষ দিকে ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় পাকিস্তান ১৭ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট। এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।দক্ষিণ আফ্রিকার হয়ে বাঁ-হাতি স্পিনার সেনুরান মুথুসামি ও ডানহাতি স্পিনার সিমন হারমার ৫ ও ৪টি করে উইকেট ভাগাভাগি করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews