1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

ভ্রমণে ব্যাগ গোছানোর ৭টি সহজ টিপস

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:     যান্ত্রিক জীবনের ব্যস্ততায় সুযোগ পেলে অনেকেই কোথাও বেড়াতে বেরিয়ে পড়েন। গন্তব্য দূরে বা কাছে যেখানেই হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি হলো ব্যাগ গোছানো। সঠিকভাবে জামাকাপড় ও অন্যান্য জিনিস না রাখলে তা নষ্ট হতে পারে এবং যাত্রাপথে অসুবিধা তৈরি হয়। তাই বেড়াতে যাওয়ার আগে কীভাবে ব্যাগ গোছালে আপনার কাজ কিছুটা কমবে ও যাত্রাপথে অসুবিধা লাঘব হবে জেনে নিন-

১. ব্যাগে কাপড় ও অন্যান্য জিনিস গুছিয়ে রাখা খুব জরুরি। এলোমেলো ভাবে রাখলে ব্যাগ ভরে গেলেও প্রয়োজনীয় জিনিস দেখা যাবে না এবং বহন করতেও অসুবিধা হবে। তাই সবকিছু নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখা উচিত।

২. ব্যাগ গোছানোর আগে একটি তালিকা তৈরি করে নিলে ব্যাগ গুছাতে সুবিধা হবে। । টুথব্রাশ, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসগুলো আগে লিখে রাখুন। এরপর সেই অনুযায়ী ব্যাগে জিনিসগুলো গোছান। এতে অতিরিক্ত জিনিস নেওয়া এড়ানো যায় এবং সবকিছু সহজে খুঁজে পাওয়া যায়।

৩. অল্প জায়গায় বেশি কাপড় গোছানোর সবচেয়ে কার্যকর উপায় হলো রোল পদ্ধতি। শার্টের স্লিভগুলো মুখ নিচু করে নিচ থেকে উপরের দিকে রোল করুন। প্যান্টের ক্ষেত্রে পা এক সঙ্গে রেখে কোমর থেকে নিচে রোল করুন। জুতা ও অন্যান্য আনুষঙ্গিক জিনিস স্যুটকেসের একপাশে রাখুন।

৪. বেড়াতে যাওয়ার সঙ্গে সেখানকার স্থানীয় বাজার থেকে কেনাকাটা করার মতো বিষয় জড়িয়ে থাকে তাহলে কম জামাকাপড় নিন। এতে ফেরার পথে অতিরিক্ত ব্যাগও হবে না আর আপনার সঙ্গের ব্যাগটিও হালকা থাকবে।

৫. সম্ভব হলে প্যাকিং করার সময় অর্গানাইজার ব্যবহার করুন। বর্তমানে নানা ধরনের অর্গানাইজারের চাহিদা অনেক। এতে ব্যাগের মধ্যে জিনিসগুলো ভাগ করে রাখা সহজ হয় এবং প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়াতেও কোনো সমস্যা হয় না।

৬. স্যুটকেস বা ব্যাগ যদি চাকাযুক্ত হয়, তবে ভারী জিনিসপত্র যেমন জুতা বা বই নিচের দিকে রাখুন। এটি ব্যাগকে সোজা রাখে এবং জিনিসপত্র এলোমেলো হওয়া থেকে রক্ষা করে।

৭. বেড়াতে যাওয়ার সময় বা ফেরার পথে যদি কোনো জিনিস ভেজা থাকে, তবে তা আগে শুকিয়ে নিন। কারণ ভেজা জিনিস অন্য জিনিসও ভিজিয়ে দিতে পারে এবং ব্যাগ ভারী হয়ে যাবে। কখনোই ভেজা জিনিস ব্যাগে রাখবেন না। এছাড়া তরল জিনিস যেমন লোশন বা শ্যাম্পু প্লাস্টিক প্যাকেটে মুড়িয়ে নেওয়া সবচেয়ে ভালো।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews