1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
মদনে রাতের আঁধারে শিং মাছের ফিসারি বিষ প্রয়োগে মাছ নিধন ৬০ লক্ষ টাকা ক্ষতি সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা বীরগঞ্জে করলা ও ঝিঙ্গা গাছ কেটে দিল দুর্বৃত্তরা ‎ মানবিকতার পাশে রাজনীতি গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা এ্যাড.ফারুক আহমেদ প্রিন্স গ্রেফতার ওসি মংচেলার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের লাঠিচার্জের অভিযোগ এবং থানায় যোগদানের পর আইন শৃঙ্খলার অবনতি আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত হযে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে : হাসনাত আব্দুল্লা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রবিতে মিলছে ট্রেনের অগ্রিম টিকিট

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৮ মে, ২০১৮

নিজস্ব ডিজিটাল পেমেন্ট সল্যুশন রবি ক্যাশের মাধ্যমে ট্রেনের অগ্রিম টিকিট কেনার সেবা প্রদান করছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। এর ফলে ঈদের ছুটিতে ব্যবহার-বান্ধব উপায়ে ও স্বাচ্ছন্দে ট্রেনের টিকেট কিনতে পারবেন গ্রাহকরা।

সেবাটি পেতে রবি গ্রাহকদের প্রথমে মোবাইল ফোন থেকে *১৩১# লিখে ডায়াল করে টিকেট বুক করতে হবে। এরপর একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদেরকে যাত্রার তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেণি ও কাঙ্খিত সিট সম্পর্কিত তথ্য সরবরাহ করতে হবে।

টিকেট বুকিং প্রক্রিয়া শেষে বুকিং কোডসহ গ্রাহক সঙ্গে সঙ্গে একটি এসএমএস পাবেন যাতে টিকেটটি কেনার জন্য টাকার পরিমানও উল্লেখ থাকবে। এসএসএসটি গ্রহণ করার ৩০ মিনিটের মধ্যে দেশজুড়ে ররির ৩০ হাজার ক্যাশ পয়েন্টের যেকোনটিতে টিকেটের মূল্য পরিশোধ করা যাবে। এছাড়া গ্রাহকরা পুরো প্রক্রিয়াটি এজেন্ট পয়েন্টগুলোর সহায়তায় করতে পারবেন।

মূল্য পরিশোধ করার পর গ্রাহক এসএমএসে একটি ই-টিকেট নম্বর পাবেন। এই ই-টিকেটটি রেল স্টেশনের কম্পিউটার কাউন্টারে দেখিয়ে গ্রাহকদেরকে প্রিন্ট টিকেট সংগ্রহ করতে হবে। ট্রেন ছাড়ার অন্তত ১ ঘণ্টা আগে টিকেটটি সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। দেশের ৫২টি রেলস্টেশনে এই ই-টিকেট পাওয়া যাবে।

প্রতি সিটের টিকেটের জন্য ২০ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, টিকেটটি হস্তান্তযোগ্য নয় এবং একটি নম্বর থেকে মাসে সর্বোচ্চ চারবার লেনদেন করা যাবে। মোবাইল-ভিত্তিক ট্রেন টিকেটিং সলিউশনটির মাধ্যমে সপ্তাহের সাত দিনই সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টিকেট কেনা যাবে। যাত্রার সর্বোচ্চ ১০দিন আগে থেকে টিকেট কেনার সুযোগ পাবেন গ্রাহকগণ।

বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত টিকেট বিক্রেতা সিএনএস লিমিটেডের পার্টনার হিসেবে রবি এ সেবা প্রদান করছে। সহজে ট্রেনের টিকিট পাওয়ার জন্য ২০১৬ সালের জানুয়ারি থেকে মোবাইলভিত্তিক ট্রেন টিকেটিং সল্যুশন এনেছে রবি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews