বড়াইগ্রামে ঋণের চাপে সাইদুল ইসলাম (৪০) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। রোববার দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, সাংসারিক প্রয়োজনে সাইদুল এনজিও থেকে ৩৫ হাজার ও মহাজনদের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু সময় মতো পরিশোধ করতে না পারায় এনজিও কর্মী ও মহাজনের চাপে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এ অবস্থায় মা খতেজান বিবি তার নিজ নামের পাঁচ কাঠা জমি বেঁচে তাকে ঋণ পরিশোধের জন্য জমিটির দলিল দিলে অন্য ভাইয়েরা তাতে বাধা দেয়।
এতে মনের কষ্টে সাইদুল রোববার দুপুরে বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে দলিলটি ছিঁড়ে নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার এসআই হাবীব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।