1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় চারজন কার্টুনিস্ট আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত পিআরকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব সৃষ্টিকারী বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না

কুয়াকাটা ৯ম শ্রেণীর ছাত্রী গুম! ঘরে মিলল রক্তমাখা ছুরি ও দুই টুকরো মাংস

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

 

মহিপুর প্রতিনিধি: মহিপুর ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী ধর্ষন শেষে হত্যার পর এবার কুয়াকাটা খানাবাদ কলেজ সংলগ্ন বাড়িতে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে হত্যার পর লাশ গুমের ঘটনা ঘটেছে বলে সন্দেহ এলাকাবসীর। ছাত্রীর শোয়ার ঘরে রক্ত মাখা দুটি ছুরি ও তার ব্যবহৃত পায়ের নুপুর এবং দুই টুকরো মাংস ছাড়া জীবিত বা মৃত ওই ছাত্রীর কোন হদিস বের করতে পারছে না কেউ।ঘরের বেড়াসহ বিভিন্ন স্থানে রক্তে ভেসে গেলেও প্রকৃত ঘটনা কি হয়েছে পরিবারের কারও জানা নেই। এমন লোমহর্ষক ও রহস্যজনক ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতের দিকে। মহিপুর থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের খাবার খেয়ে মৃতঃ বাবুল মল্লিকের স্ত্রী নুরজাহান (৪০) তার দুই সন্তান শিশু পুত্র হামিম (৩) ও মেয়ে মহিপুর হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী মরিয়ম (১৫) এক খাটে ঘুমায় । ঘরের দোতলায় নুর জাহানের বড় মেয়ে রেশমা (১৯) তার স্বামী মাইনুলকে নিয়ে ছিলো। রাত তিনটার দিকে রেশমা প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে নেমে ঘরে ওঠার সময়ও বোন মরিয়মের সাথে কথা বলেছেন। এর পর সকালে মা নুরজাহান বেগমের ডাকচিৎকারে ঘরের সবার ঘুম ভাঙ্গে মরিয়মকে না পাওয়া এবং ঘরের বিভিন্ন জায়গা রক্ত দেখে। মহিপুর থানা পুলিশ খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৫টায় ঘটনাস্থলে পৌছায়। থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, রক্ত মাখা দুটি ছুরি ও মরিয়মের ব্যবহৃত পায়ের নুপুর এবং দুই টুকরো মাংস ঘরের মেজেতে পাওয়া গেছে। জীবিত বা মৃতঃ কোনভাবেই মেয়েটার সন্ধান পাওয়া যাচ্ছে না। ঘরের বেড়াসহ বিভিন্ন স্থানে রক্তে ভেসে গেলেও পরিবারের কেউ টের না পাওয়ার বিষয়টিও রহশ্যজনক। তবে রক্ত দেখে মনে হচ্ছে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনা উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা অনুসন্ধান করার চেষ্টা চলছে। স্থানীয় লোকজনদের মতে, মরিয়মকে দুবৃত্তরা হত্যা করে লাশ গুম করেছে। তাদের মতে রেশমা রাতে ঘরের দরজা খুলে বাইরে আসার সুযোগে দুবৃত্তরা ঘরে ঢুকে লুকিয়ে ছিল। এরপর সুযোগ বুঝে তাদেও মিশন সম্পন্œ করেছে। সব মিলিয়ে স্থানীয়দেও মনে নতুন করে আতস্ক দেখা দিয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews