1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা ইসয়রালে নিষিদ্ধ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ সত্তা: উত্তর কোরিয়া আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমামনার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার আবারও চারদিনের রিমান্ডে সালমান এফ রহমান ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা ও অর্থনৈতিক জোনে ভারতের জন্য বরাদ্দকৃত ভূমি বাতিলের দাবিতে নাগরিক সভা অনুষ্ঠিত জাম খাওয়ার সময় সতর্কতা ১৪৮ রান করে বিদায় নেন শান্ত

আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেবে না: কাদের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

বিএনপির মতো বড় দলকে বাইরে রেখে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনের সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কোনও সম্পর্ক নেই।এই পরোয়ানা আদালত জারি করেছে, সরকার নয়।’

শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর মিরপুরে বৌদ্ধ ধর্মালম্বীদের ক‌ঠিন চিবর দান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের শক্তিশালী পক্ষ হয়ে আসার আহব্বান জানান সড়কমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন ও অর্জন বহু। শেখ হা‌সিনা একটি পদ্মা সেতু ক‌রে যা ক‌রেছেন, বিএন‌পি তার গোটা শাসনাম‌লে তা করে দেখাতে পারেনি। আম‌রা দুর্বল প্র‌তিপক্ষ চাই না। শ‌ক্তিশালী প্রতিপক্ষ চাই। শ‌ক্তিশালী প্রতিপক্ষ‌কে পরা‌জিত কর‌বে আওয়ামী লীগ।’

আগামী নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে-বিএনপির এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘বিএনপির মতো বড় দলকে মাঠের বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেবে না আওয়ামী লীগ। গ্রেফতা‌রি প‌রোয়ানা জা‌রি ক‌রেছেন আদালত, সরকার নয়।’

তিনি ব‌লেন,‘রো‌হিঙ্গা জন‌স্রোত সাম্প্রদা‌য়িক সংস্কৃ‌তি‌তে আঘাত হানতে পা‌রেনি।শেখ হা‌সিনা সরকারের যথাযথ অবস্থা‌নের কার‌ণে কোথাও কোনও অঘটন ঘ‌টেনি। ২৫ আগস্টের পর রোহিঙ্গা মুসলমানদের কান্না যখন বাংলাদেশের নদী-সাগরে মিলছে, তখন অনেকেই সংঘাতের আশঙ্কা করেছিলেন। কিন্তু শঙ্কা দূর হয়েছে সরকারের শক্ত অবস্থানের কারণেই।’

বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে দৃঢ়প্রতিজ্ঞ। আপনারা মাথা উঁচু করে বেঁচে থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন। ভ‌বিষ্যতে কোনও অবস্থা‌তে যাতে রামু বৌদ্ধ ম‌ন্দি‌রের সেই বিপর্যয়কর প‌রি‌স্থি‌তি না ঘটে এ ব্যাপারে সরকার সজাগ ও সচেষ্ট।’সরকা‌রের বা‌কি মেয়া‌দে পার্বত্য শা‌ন্তিচু‌ক্তির শতকরা ৮০ ভাগ বাস্তবায়ন হ‌বে বলে জানান ওবায়দুল কাদের।

পার্বত্য বৌদ্ধসংঘের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্যানেল মেয়র জামাল মোস্তাফা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মি কে এস মং, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews