খুলনা মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত মাসুম (৩৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার ভোরে নগরীর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাসুম নগরীর রায়ের মহলের আইজার মোড় এলাকার শামসুল বারী লালুর ছেলে। তিনি খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মী ছিলেন।
খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর জানান, মাসুম করোনায় আক্রান্ত হওয়ার পর গত শনিবার সন্ধ্যা ৭টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়। রবিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, মাসুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।