রবিন সেন, গাইবান্ধা : গাইবান্ধায় নতুন ধারার কবি সোহেল রানা’র দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কানামাছি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর রাতে সুরবানী সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক, সাহিত্যিক, ছড়াকার ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি ও সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, মেঘদূত গাইবান্ধার সভাপতি জিয়াউর রহমান হেনরী ও কন্ঠশিল্পী চুনি ইসলাম। অনুষ্ঠানে কানামাছি কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করে শোনান কবি পিটু রশিদ, লেখক সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান চাঁন, মানবাধিকার নাট্য পরিষদ গাইবান্ধার সভাপতি আলম মিয়া, স্বপ্নসাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সাংবাদিক শাহজাহান সিরাজসহ কবিতাপ্রেমি অসংখ্য মানুষ। মোড়ক উন্মোচন শেষে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন সুরবানী সংসদের শামীম মিয়া, দেবী রানী, মাসুদ মেহেদী,মমিন হক্কানী ও ফিমা প্রমুখ।