চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নয় বছর আগের একটি হত্যা মামলায় একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় ঘোষণা করেন। দ-িতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভাগলপুরের এরফান আলী ওরফে টিপু (৫২) তার দুই ছেলে হামেদ (৩২), রুমেদ (২৯) এবং একই গ্রামের আবু বাক্কারের ছেলে আকালু (৩৫) ও তোহর আলীর ছেলে দবির (৩০)। তাদের মধ্যে হামেদ ও রুমেদ পলাতক রয়েছেন; বাকিরা রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ছয়মাসের কারাদ- দেওয়া হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান। মামলার বরাতে বলা হয়, ২০০৯ সালের ১৬ অক্টোবর সন্ধ্যায় ভাগলপুরের আহাদুল ইসলাম ও তার সহযোগী আবদুল হাকিমকে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আহাদুলের মৃত্যু হয়। ওই ঘটনায় আহাদুলের শ্বশুর শামসুল গোমস্তাপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে গোমস্তাপুর থানার ওসি ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার শুরু করে আদালত।