1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা ইসয়রালে নিষিদ্ধ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ সত্তা: উত্তর কোরিয়া আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমামনার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার আবারও চারদিনের রিমান্ডে সালমান এফ রহমান ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা ও অর্থনৈতিক জোনে ভারতের জন্য বরাদ্দকৃত ভূমি বাতিলের দাবিতে নাগরিক সভা অনুষ্ঠিত জাম খাওয়ার সময় সতর্কতা ১৪৮ রান করে বিদায় নেন শান্ত

চীনের সামরিক বাজেট ১৭৫ বিলিয়ন ডলার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৫ মার্চ, ২০১৮

২০১৮ সালে চীনের সামরিক বাজেট হবে ১৭৫ বিলিয়ন ডলার। যা চীনের মুদ্রায় ১.১১ ট্রিলিয়ন ইউয়ান।

দেশটির রাজধানী বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) চলমান বার্ষিক সভায় প্রধানমন্ত্রী লি কেকিয়াং সামরিক বাজেটের এ ঘোষণা দেন। এটি গত বছরের তুলনায় ৮.১ শতাংশ বেশি।

২০১৮ সালের জন্য চীন অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলেও জানান চীনের প্রধানমন্ত্রী। ২০১৭ সালে দেশটির অর্জিত প্রবৃদ্ধির হার ছিল ৬.৯০ শতাংশ।

২০১৭ সালে চীনের সামরিক বাজেট বাড়ানো হয়েছিলো ৭ শতাংশ। যার পরিমাণ ছিলো ১৬৪.৬০ বিলিয়ন ডলার (১.০৪৪ ট্রিলিয়ন ইউয়ান)। যা প্রস্তাবিত মার্কিন প্রতিরক্ষা ব্যয়ের এক চতুর্থাংশ।

সামরিক বাজেট বৃদ্ধির বিষয়ে চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘সামরিক প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতির সকল দিকে অগ্রসর হওয়া এবং দৃঢ়ভাবে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করার জন্য এ বাজেট। জাতীয় নিরাপত্তার পরিবেশে গভীর পরিবর্তন এসেছে। এই অবস্থায় সেনাবাহিনীকে পাথরের মতো শক্ত হতে হবে।’

বৃটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, সামরিক বাজেট বৃদ্ধিকে দক্ষিণ চীন সাগর ও হিমালয়ের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দেশটির কৌশলগত উচ্চাভিলাস হিসেবে দেখা হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রসহ চীনের প্রতিদ্বন্ধী দেশগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

এদিকে সি জিন পিংকে দুই বারের বেশি সময়ের জন্য প্রেসিডেন্ট পদে রাখতে সাংবিধানিক বাধ্যকতাও এ বারের এনপিসি বৈঠকে সরিয়ে নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চীনের একদলীয় শাসন ব্যবস্থায় কমিউনিস্ট পার্টির তিন হাজার সদস্য নিয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) গঠিত হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews