ফিফা বিশ্বকাপের ২১তম আসরটাই অঘটনের বিশ্বকাপ। একে একে ফেভারিটদের বিদায়ের আসরটাই এখন অনেকটা মলিন। তবে ব্রাজিল-আর্জেন্টিনার থেকেও বড় অঘটন ছিল গ্রুপ পর্বে গেলবারের চ্যাম্পিয়ন জার্মানিদের বিদায়। কিন্তু গ্রুপ পর্ব থেকে বাদ পড়া জার্মানির সমর্থকরা কি করছেন এখন?
শেষ ১৯৩৮ সালে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল জার্মানি। দীর্ঘ ৮০ বছর পর এবারের বিশ্বকাপে গ্রুপ থেকে ছিটকে গিল জোয়াকিম লো শিষ্যরা। আসর শুরু এত আগ থেকেই দল হেরে যাওয়ায় কি করছেন জার্মান সমর্থকরা। বিয়ার হাতে টিভির সামনে বসছেন, নাকি অন্য কিছু?
জার্মানির রাইনিশে পোস্ট পত্রিকা পাঁচ হাজারের বেশি জার্মান ফুটবল ভক্তের কাছে জানতে চেয়েছিল তাদের পরিকল্পনার কথা৷ জরিপে অংশ নেয়াদের ৪২ শতাংশ জানিয়েছেন, জার্মানি বাদ পড়া সত্ত্বেও বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দেখবেন তাঁরা৷ বিশ শতাংশের মতো জানিয়েছেন, বাকি খেলাগুলো দেখার তেমন একটা আগ্রহ তাঁদের নেই৷ আর ১২ শতাংশ ফুটবলভক্ত জানিয়েছেন, তাঁরা আর এবারের বিশ্বকাপের কোনো খেলা দেখবেন না৷
তবে প্রশ্ন হলো যারা টিভির সামনে বসছেন তারা কি কাদের সমর্থন করছেন?
পত্রিকাটির জরিপে অংশ নেয়াদের ৪১ শতাংশ জানিয়েছেন, তাঁরা এখন চান যে, ইউরোপের যে কোনো দল বিশ্বকাপ জয় করুক৷ আর এর অর্থ হচ্ছে, ব্রাজিল, উরুগুয়ে,এবং সুইডেন পক্ষ নেয়া জার্মান ফুটবল ফ্যান খুব একটা নেই দেশটিতে৷ যার কারণে ল্যাটিন আমেরকিার দল গুলো বাদ পড়ায় তাদের দুঃখটা কিছুটা লাগাব হয়েছে।
তবে ইউরোপের দেশ ইংল্যান্ডকে সমর্থন করা কতটা যৌক্তিক?
জার্মানির সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন স্ট্যার্নও একই ধরনের এক জরিপ পরিচালনা করেছে৷ তাদের জরিপে অংশ নেয়াদের ২৫ শতাংশ জানিয়েছেন যে, তাঁরা এখন বেলজিয়ামের বিজয়রথে শামিল হবেন৷ ১৫ শতাংশের পছন্দ এখন ক্রোয়েশিয়া আর ১০ শতাংশের ইংল্যান্ড৷
তবে এর মধ্যে কোলন বিশ্ববিদ্যালয়ের মনস্তাত্ত্বিক লেয়া ব্যোকারের জালানো জরিপে এসেছে অন্য তথ্য। তাদের জরিপে বের হয়েছে,জার্মানির এই অকাল প্রস্থান নিয়ে অন্যদেশের ফুটবল ভক্তরা তেমন একটা ব্যাথিত নন৷ বরং অনেকেই এতে সন্তুষ্ট হয়েছেন৷ (ডয়ছেভেলে)