পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানিতে ডুবে মাহামুদুল্লা হাসান মাহিন (১৪ মাস বয়সের) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মাহিন তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দোলুয়াগছ গ্রামের আলমগীর হোসেনের পুত্র।
পারিবারিক ভাবে জানা যায়, ১৮ অক্টোবর বুধবার দুপুরে আলমগীরের এক নিকট আত্মীয়ের মৃত্যুর খবর শুনে পরিবারের সবাই লাশ দেখতে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় ১৪ মাস বয়সের মাহিন খেলা করতে করতে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়।
এরপর পরিবারের লোকজন মাহিনকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে মাহিনের মৃত দেহ পানিতে ভেসে আছে।
দ্রুত তাকে পানি থেকে তুলে ভজনপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডা. জহুরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে আরেকটি মৃত্যু পরিবারে নেমে আসে শোকের ছায়া। মাহিনের মৃত্যু যেন পরিবারের কেউ মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে দেবনগড় ইউনিয়নের চেয়ারম্যান মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।