1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

দ্বিতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন কারিনা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

আপাতত অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবির প্রচারে ভীষণ ব্যস্ত কারিনা কাপুর। আর এই ছবির প্রমোশনে গিয়েই মা হওয়া নিয়ে ব্যক্তিগত প্রশ্নের মুখোমুখি হতে হল করিনাকে। সাইফ-কারিনা পুত্র তৈমুরের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে কারিনা কি এবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন? সম্প্রতি এমনই প্রশ্ন করা হয় নবাব পত্নীকে।

এই প্রশ্নের উত্তরে করিনা বলেন, ‘আপাতত আমার জীবনে দ্বিতীয় সন্তান আসার মতো কোনও সুখবর নেই। আমি আর সাইফ দুজনেই তৈমুরকে নিয়ে ভীষণই খুশি। আমাদের দ্বিতীয় সন্তানের কোনও পরিকল্পনাও নেই। আমি আর সাইফ দুজনেই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, তার ফাঁকে তৈমুরকে সময় দেওয়ার চেষ্টা করি।’

 

প্রসঙ্গত, কারিনা ও সাইফ দুজনেই আপাতত তৈমুরের তৃতীয় জন্মদিন সেলিব্রেট করার পরিকল্পনা করছেন। তৈমুরের জন্মদিনে তারা কী পরিকল্পনা করছেন সে বিষয়ে কারিনা বলেন, ‘সাইফ আর আমি দুজনেই ছবির প্রমোশনে ব্যস্ত, তাই তৈমুরের জন্মদিনে আমরা দুজনেই মুম্বাইতেই থাকবো। ওর জন্মদিনে আমরা পরিবারের সঙ্গেই সময় কাটাবো, ৮-১০ জন বন্ধুকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews