নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাধ্যমিক বিদ্যালয় সরকারী হওয়ায় এক বিশাল আনন্দ র্যালী বের করা হয়। জানা গেছে, যে সকল উপজেলায় সরকারী মাধ্যমিক বিদ্যালয় নেই সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ কর্মসূচীর আলোকে নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণের গেজেট প্রকাশ করা হয়। গত ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়সহ ৪৪টি বিদ্যালয়কে সরকারী করণের গেজেট প্রকাশ করা হয়। যার স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.১৮.০০৩.১৭-১১৭১। গতকাল সোমবার সকাল ১১টায় চকময়রাম সরকারী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানীর নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার কে অভিনন্দন ও কৃতজ্ঞা জানিয়ে এক বিশাল আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি বিদ্যালয় চত্ত¡র থেকে শুরু হয়ে উপজেলা সদর,আমাইতাড়া মোড় হয়ে পুনরায় বিদ্যালয় চত্ত¡রে গিয়ে মিলিত হয়।